বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। দুপুরের বাসি ভাত দিয়ে আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন চিজ রাইস কাটলেট। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।
উপকরণ
এক কাপ সাদা ভাত, আধ কাপ সেদ্ধ ভুট্টা মাখা, ২ টেবিল চামচ সুজি, এক চিমটে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটি বড় সাইজের পেঁয়াজ, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, প্রয়োজন অনুসারে চিজ কিউব, ভাজার জন্য সাদা তেল। পদ্ধতি
ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে ভাজুন। পেঁয়াজের রঙ হালকা পরিবর্তন হলে সেদ্ধ করে মেখে রাখা ভুট্টা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন।
সবকটি উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন। কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করুন। একটি বড় মাপের বাটিতে সাদা ভাতের সঙ্গে সবজির মিশ্রণ এবং রোস্টেড সুজি হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিন।
এবার ভাতের মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে টিক্কির আকারে গড়ে নিন। প্রতিটি টিক্কির মাঝে এক টুকরো চিজ দিয়ে দেবেন। ফ্রাইং প্যানে তেল গরম করে টিক্কিগুলো শ্যালো ফ্রাই করে নিন। দু’দিক সোনালি বাদামী রঙ হয়ে গেলে নামিয়ে নিন। টমেটো কেচাপ এবং পুদিনা চাটনি সহযোগে পরিবেশন করুন চিজ রাইস কাটলেট।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন আম সর্ষে ভেটকি
Image source- Boldsky