আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আটকে রাখা হয়েছে মিউজিশিয়ানদের। দাবি করা হয়েছে মোটা অঙ্কের টাকা। আর এসবের পেছনে রয়েছেন কোনো এক প্রভাবশালী। পুলিশের তরফ থেকে সেরকম উদ্যোগ নিতে দেখা না যাওয়ায় সম্প্রতি তাদের মুক্তির দাবিতে ফেসবুক লাইভ করেন লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) এবং ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।

লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) তাঁর ফেসবুক লাইভে এসে এদিন বলেন, ‘আমার কয়েকজন মিউজিশিয়ান বন্ধু কাঁথিতে অনুষ্ঠান করতে গিয়ে আটকে রয়েছেন। ঠিক কী কারণে তাঁদের আটকে রাখা হয়েছে সেটা নিয়ে নিশ্চিত নই। তবে আমিও এরকম পরিস্থিতির মধ্যে পড়েছি তাই ধারণা করতে পারি নিশ্চয় অর্গানাইজার সংক্রান্ত সমস্যায় পড়েছে। আমি এই বিষয়ে পুলিস ও পশ্চিমবঙ্গের তথ্য-সংস্কৃতি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।’

এরপরই লাইভ আসেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং তার বক্তব্যেও একই কথা শোনা গেলো। তিনি বললেন, ‘গানবাজনা করতে চাওয়ার পরিণাম কী এই যে একটা দলকে চার পাঁচদিন আটকে রাখা হবে? যারা এই কাজ করেছেন তাদের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি পশ্চিমবঙ্গ সরকারকে করজোড়ে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা নিন।’

মূলত ৩রা এপ্রিল পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট কোস্টাল থানা এলাকার বকশিসপুরে অভিনেত্রী দেবশ্রী রায়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু ঠিক সময় তিনি পৌঁছাতে পারেননি। আর সেই কারণেই ক্ষেপে যান উদ্যোক্তারা। তারা শিল্পীসহ তাঁদের কয়েক লক্ষ টাকার বাদ্য যন্ত্র আটকে রাখেন।

তবে দেবশ্রী রায় অবশ্য বলেন, ‘আমি তো গিয়েছিলাম। ওরা পুলিশের অনুমতি পর্যন্ত নেয়নি। মিউজিশিয়ানদের যেভাবে আটকে রেখেছে তা অপরাধ। ওদের পরিবার তো কিডন্যাপের অভিযোগ করতে পারে।’

আরো পড়ুন: Shahrukh Khan: শাহরুখের মুখে আফগানি ভাষা, শুনে অবাক সকলে!

Image source-Google

 

By Torsha