আফ্রিকা থেকে ভারতে চিতা (Cheetah) আনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিয়ে আসা চিতা রাখা হয়েছিল মধ্য প্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। সেখান থেকে কোনোভাবে বেরিয়ে ঢুকে পড়ে পাশের এক গ্রামে।

এ ঘটনায় ভয়ে আত্মারাম খাঁচাছাড়া গ্রামবাসীদের। চিতাটিকে শেষবার বিজয়পুরের ঝরবরোদা গ্রামে দেখা গিয়েছিল।

ডিএফও-র সূত্রে জানা গেছে, চিতাটির (Cheetah) নাম ওবান। ন্যাশনাল পার্ক থেকে

২০ কিলোমিটার দূরের ঝরবরোদা গ্রামে ঢুকে পড়েছে সেটি। একটি মনিটরিং টিম বিষয়টি দেখছে। চিতাটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

পিসিসিএফ ওয়াইল্ডলাইফ জশবীর সিং চৌহান জানান, চিতাটির গ্রামে ঢুকে পড়া নিয়ে কোনো টেনশন নেই।

কেননা, আমাদের টিম সতর্ক নজর রেখেছে বিষয়টির ওপর। যাতে চিতাটি কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে সেদিক কড়া নজর রাখা হয়েছে।

৭০ বছর হলো চিতা বিলুপ্ত ভারত থেকে। সাত দশক পরে চিতা ফিরল ভারতে। দুই বারে মোট ২০টি চিতা আনা হয়েছে আফ্রিকা থেকে। ভারতে ১৯৫২ সালে চিতা বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।