ভাল নেই অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে। আজ আদালতে পেশ করার সময় নিজেই জানালেন সে কথা।

অনুব্রতর সঙ্গে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও ফের ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল রউজ অ্যাভিনিউ আদালত।

ফলে পয়লা বৈশাখে দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।

সোমবার আইনজীবীদের কর্মবিরতির জের হল না তাঁর আবেদনের শুনানি। অনুব্রতকে ফের জেল হেফাজত পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সোমবার একেবারে ভিন্ন রূপে ধরা দেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। হুইলচেয়ারেই আদালতে ঢোকেন তিনি।

পরনে ছিল টি-শার্ট এবং ট্রাউজার। সাংবাদিকদের জিজ্ঞেস করেন, ”ভাল আছো?” তিনি উত্তর দেন এবং পালটা একই প্রশ্ন করেন।

উত্তরে অনুব্রত জানান, তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। এরপর পরিবারের উদ্দেশে কিছু বলতে চান কিনা প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, ‘জামিন পেলে ভাল হয়।’

প্রসঙ্গত, তিহাড়ে গিয়ে হঠাত্‍ই অসুস্থ হয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল। তিহাড় জেল থেকে হঠাত্‍ই তাঁর অসুস্থতার খবর এসেছে।

শোনা গেছে, তাঁর শরীরে অক্সিজেনের সামান্য সমস্যা রয়েছে। তাই জেলের ভিতরে রেখেই ইনসুলিন ও অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে।

এমনিতেই নানা রকম অসুস্থতায় তিনি ভুগছেন। সেই বিষয়টি নিয়ে

একাধিকবার সওয়ালও করেছেন তাঁরা আইনজীবী। সেই ক্ষেত্র দেখিয়ে জামিনও চাওয়া হয়েছে, কিন্তু বিশেষ লাভ হয়নি। এবারও হল না।