নির্যাতিতা ছাত্রীর পরিবারের সাথে দেখা করে তার হয়ে বিনা খরচে মামলা লড়ার কথা জানালেন এবার কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। গত শনিবার ক্যামেরায় ধরা পড়েছিল মালদার গাজলের ওই নির্যাতিতার বাড়িতে প্রবেশ নিয়ে শাসক ও বিরোধী দলের হাতাহাতির ঘটনা। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। আর আজ সেই তরজাকেই খানিকটা উস্কে দিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। রবিবার নির্যাতিতা ছাত্রীর পরিবারের সাথে দেখা করে তার হয়ে বিনা খরচে মামলা লড়ার কথা জানান তিনি। সেই সাথে গতকালের ঘটনাকে নিয়েও সরব হন তিনি।

তার অভিযোগ, তৃণমূল ও বিজেপি উভয় দলই এই ঘটনাকে নিয়ে রাজনীতি করতে এসেছিল। এখানে যে ন্যূনতম চাহিদা রয়েছে তা মেটানো হয়নি।

এখন দেখার বিষয় এটাই, নির্যাতিতা ও তার পরিবার আদৌ ন্যায় বিচার পায় কিনা। নাকি, রাজনৈতিক হস্তক্ষেপে তা ধামাচাপা পড়ে যায়।

 

আরো পড়ুন:Cooch Behar:রাস্তা থেকে উদ্ধার উচ্চমাধ্যমিকের পরীক্ষার উত্তরপত্র!তদন্তে শিক্ষা সংসদ