দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের মাথায় হাত।মার্চ মাসের শুরুতেই বিপুল পরিমাণে রান্নার গ্যাসের দাম বে়ড়েছিল।তবে পঞ্চায়েত ভোট কে পাখির চোখ রেখে,পয়লা এপ্রিলেই জ্বালানির ক্ষেত্রে কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ।তবে আর্থিক বছরের প্রথম দিনেই কিছুটা স্বস্তি। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার কাজে ব্যবহৃত LPG ও শিল্পে ব্যবহৃত RSP- দুই ধরনেরই গ্যাস সিলিন্ডারের দাম কমছে।কলকাতায় এক ধাক্কায় ৮৯.৫০ টাকা কমছে গ্যাস সিলিন্ডারের দাম।

মূলত,নতুন অর্থবর্ষে পেট্রোলিয়াম কোম্পানিগুলি সাধারণত নতুন দাম ধার্য করে থাকে।এবারও তার ব্যতিক্রম হলো না।এর আগে গ্যাস সংস্থাগুলি মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়েছিল প্রায় ৩৫০ টাকা। এবারে দাম কমেছে দিল্লিতে ৯২ টাকা, কলকাতায় ৮৯.৫০ টাকা। তাই অনেকেই প্রশ্ন তুলছে, দাম বাড়িয়ে আবার কমানো হল। এখানে লাভ হল কতটা?

এবার দেখে নিন কোন শহরে কত দাম বানিজ্যিক সিলিন্ডারের?

কলকাতায় বানিজ্যিক সিলিন্ডারের দাম কমে হল ২১৩২ টাকা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম হল ২০২৮ টাকা। মুম্বইতে একই ওজনের বানিজ্যিক এলপিজির দাম ১৯৮০ টাকা। চেন্নাইতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২১৯২.৫০ টাকা।

দেখে নিন বানিজ্যিক এলপিজির নয়া দাম!-

কলকাতা – ২১৩২ টাকা

দিল্লি – ২০২৮ টাকা

মুম্বই – ১৯৮০ টাকা

চেন্নাই – ২১৯২.৫০ টাকা

কোন শহরে কত দাম ঘরোয়া সিলিন্ডারের?

১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। কলকাতায় ঘরোয়া এলপিজির দাম ১১২৯ টাকা।তাই বলা বাহুল্য, মধ্যবিত্তের গৃহস্থের হেঁশেলে এখনও আগুন।গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন,-৯.৫৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় প্রতিটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা করে ভর্তুকি পাবেন।গোটা বছর জুড়ে মোট ১২টা সিলিন্ডারের উপর মিলবে এই ভরতুকি।কিন্তু বর্তমানে রান্নার গ্যাসের মূল্য আকাশছোঁয়া।এই দাম আদৌ কমে কি নাবা কবেই বা কমে,এখন তারই অপেক্ষা সবাই!

 

আরো পড়ুন:CM : কেন্দ্র সরকারের বিরুদ্ধে সকলকে একত্রিত করবেন মুখ্যমন্ত্রী