চারিদিক যখন শিক্ষক দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক তখনই এক শিক্ষকের পিতৃসুলভ রূপ ধরা পড়ল বাঁকুড়ার (Bankura) সোনামুখী বি.জে. হাইস্কুলে। জানা গিয়েছে, এই স্কুলে স্পেশাল মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে, যেখানে প্রতিদিন বিভিন্ন ব্যাচ মিলিয়ে প্রায় ৭২০ জন ছাত্রকে খাবার খাওয়ানো হয়।

যদিও, এই অবধি গল্পটা সাধারণ লাগলেও, এই গল্পের অসাধারণত্ব চরিত্র হলেন এই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক পার্থসারথি সেনগুপ্ত। যিনি প্রতিদিন মিড ডে মিল কর্মীদের সাথে ছাত্রদের এঁটো নিজের হাতে পরিস্কার করেন এবং অপর আরেকটি ব্যাচ বসার ব্যবস্থা করে দেন। বর্তমান যুগে এই দৃশ্য আসলেই বিরল!

আরও অবাক করা বিষয় হল, আর মাত্র ৮ মাস পরেই এই বিদ্যালয় থেকে অবসর নেবেন এই পিতৃতুল্য শিক্ষক। তবে, অবসর গ্রহণের পর যে তিনি তাঁর সন্তানতুল্য ছাত্রদের মিস করবেন সেটা বুঝতে বাকি নেই তাঁর নিজেরও। আবার ছাত্ররাও যে তাদের প্রিয় শিক্ষক পার্থসারথি সেনগুপ্তের অভাব ভীষণভাবে অনুভব করবে তাও নিশ্চিত।

 

আরো পড়ুন:North 24 Parganas:সীমান্তে সরকারি স্ট্যাম্প ব্যবহার করে চলছে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি!দোষ স্বীকার প্রতারকের