১৭ বছর পর আবার হিন্দি ছবির মাধ্যমে কামব্যাক করলেন সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। অনুশ্রী মেহতা পরিচালিত ছবি ‘মিসেস আন্ডারকভার’এ রাধিকা আপ্তের স্বামীর চরিত্রে দেখা যাবে তাকে। ২০০৬ সালে একটি হিন্দি ছবিতে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের চরিত্রে অভিনয় করেছিলেন সাহেব। হেসে বললেন, ‘‘দুঃখের বিষয় ওই ছবিটা মাত্র কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছিল। তবে ‘মিসেস আন্ডারকভার’ ওটিটিতে মুক্তি পাচ্ছে বলে সকলেই দেখতে পাবেন।’’
এই ছবিতে অভিনয় করার প্রস্তাব কী ভাবে আসে জিজ্ঞেস করা হলে সাহেব (Saheb Chatterjee) বললেন, ‘‘আমার এক পরিচিতের মাধ্যমে প্রস্তাব আসে। ওঁরা আমার কাজ দেখে ডেকেছিলেন। কলকাতার এক হোটেলে নির্মাতাদের সঙ্গে দেখা করি। কেউ বিশ্বাস করবেন কি না জানি না, এই ছবির জন্য আমাকে কোনও অডিশন দিতে হয়নি।’’
রাধিকার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত সাহেব। অভিনেতার মতে, রাধিকা অত্যন্ত পেশাদার অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘‘আমি নিজে ওঁর অভিনয়ের ভক্ত। কাজের প্রতি ওঁর নিষ্ঠা না দেখলে বিশ্বাস করা কঠিন। শটের বাইরে ওঁর সঙ্গে সেই ভাবে কথা হয়নি। তবে মনে আছে, এক দিন আমরা সেটে সবাই ডাম্বশ্যারেড খেলেছি। খুব মজা হয়েছিল।’’
তবে হিন্দি ছবিতে সুযোগ পেয়ে কেরিয়ারের কোনও পরিবর্তন হবে কি না তা নিয়ে এখনো ভাবেননি সাহেব। বিশ্বাস করেন নিজের কাজে। তিনি বললেন, ‘‘হৃৎপিণ্ডের মতো হাতেগোনা বাংলা ছবিতে কাজ করে মজা পেয়েছি। অধিকাংশ বাংলা ছবিতে তো আমাকে প্রপ হিসেবে ব্যবহার করা হয়েছে!’’ বাংলা ইন্ডাস্ট্রিতে কাজের প্রসঙ্গেই সাহেব বলেন, ‘‘আমি ঠিক করেই নিয়েছি, কাজ না থাকলে বাড়িতে বসে থাকব। কিন্তু নিজেকে এক্সপ্লয়েট হতে দেব না। জীবনে টাকাটাই সব নয়।’’
Image source-Google