হাওড়ায় (Howrah) রাম নবমীর মিছিলে সহিংসতা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিছিলে যারা পাথর ছুঁড়েছিল তাদের ক্লিন চিট দেওয়ার অভিযোগ করেছেন স্মৃতি।
তিনি বলেন, “প্রশ্ন হল মমতা কতদিন হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়ে যাবেন।”
স্মৃতি ইরানি আরও বলেন, ‘মমতার আমলে এটাই প্রথম ঘটনা নয়।
এর আগে ২০২২ সালে, যখন দলিতরা লক্ষ্মী পুজোয় পূজা করছিলেন, তখন তাদের ওপর হামলা হয়েছিল। সেই সময়ও তিনি চুপ ছিলেন।’
উল্লেখ্য, রাম নবমী উদযাপনের মাঝ, হাওড়ায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মিছিল চলাকালে দুষ্কৃতীরা সরকারি-বেসরকারি সম্পত্তি ভাংচুর করে এবং যানবাহনে আগুন দেয়।
রাম নবমী উদযাপন কালে হাওড়ায় (Howrah) সহিংসতার ঘটনার তদন্তভার শুক্রবার (৩১ মার্চ) সিআইডি-র হাতে তুলে দেয় রাজ্য সরকার।
সিআইডির মহাপরিদর্শক সুনীল চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ দল তদন্ত শুরু করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথেও কথা বলেছেন এবং হাওড়ায় সহিংসতার পরিস্থিতির পর্যালোচনা করেন।
শুক্রবার (৩১ মার্চ) রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে রাম নবমী উদযাপনের সময়
হাওড়ায় সহিংসতার বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্তের দাবী জানিয়েছেন।
এই সহিংসতার পর তৃণমূল ও বিজেপির নেতারা একে অপরের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিচ্ছেন।
এর আগে, মমতাও বিজেপি এবং কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন এই বিষয়ে।