রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র পর এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন মৎসমন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। যদিও, এর নেপথ্যে রয়েছে এক বিরাট কাহিনী। সম্প্রতি বিজেপির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে লাগাতার ‘চোরেদের রানি’ বলে কটাক্ষ করা হয়৷ বৃহস্পতিবার দীঘায় খুঁটি পুজো করতে এসে সেই আক্রমণেরই পাল্টা জবাব দিতে সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করেন মমতার মন্ত্রিসভার সদস্য অখিল গিরি।
পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল নেতা এদিন বলেন, ‘‘যেকোনও শুভ অনুষ্ঠানের আগে খুঁটি পুজো করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোরদের রানি হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকাত দলের সর্দার।’’একই সঙ্গে তাঁর দাবি, ”আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোমা বন্দুকের রাজনীতি বিশ্বাস করেন না। যারা এই ধরণের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে উনি তাঁদের কড়া হাতে দমন করেন।”
এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্যের জন্য অখিল গিরির বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে বিজেপিও। কাঁথি সংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “চোরেদের রানি দিঘায় আসছেন। এদের খুঁটি পুজো হয় কাটমানি ব্যবসাকে উত্সাহিত করার জন্য। কীভাবে নতুন করে কাটমানি ব্যবসাকে বাড়ানো যায়, তার জন্যই জেলার চোরেদের সঙ্গে কথা বলতে মুখ্যমন্ত্রী আসছেন! সঙ্গে দুয়ারে পঞ্চায়েত ভোট। তাই সন্ত্রাসের রাজনৈতিক পাঠও নিতে পারেন উনি (তৃণমূল নেত্রী)!” বস্তুত, পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে চূড়ান্ত তত্পরতা প্রশাসনের আধিকারিক থেকে তৃণমূল নেতৃত্বদের অন্দরে। তারই মাঝে খুঁটি পুজোকে ঘিরে কাটমানি ইস্যুতে নতুন করে রাজনৈতিক পারদ চড়ছে দিঘার পাড়ে!
আরো পড়ুন:Samantha Prabhu: সামান্থার বিবাহ বিচ্ছেদের পেছনে কি পুষ্পা?