জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো “খেলনা বাড়ি”। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maiti) যে সবে মাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ১৮ বছর বয়সেই পর্দায় ২৫ বছরের মেয়ের মার অভিনয় করতে ঠিক কতটা হোমওয়ার্ক করছেন অভিনেত্রী? এত কম বয়সে এতো বড় একজন মহিলার চরিত্রে অভিনয় করাটা ঠিক কতটা কঠিন?

আনন্দবাজার অনলাইনকে মিতুল ওরফে আরাত্রিকা (Aratrika Maiti) বলেন, “কঠিন তো বটেই। আমি এখনও স্কুলের ছাত্রী। সেখানে আমার ছেলেমেয়েরা আমার থেকেও বয়সে বড়। ক্যামেরার সামনে বয়সের ফারাক হয়তো মেকআপের মাধ্যমে বোঝা যাবে। কিন্তু আচরণগত দিক থেকে অনেক রকম পরিবর্তন আসবে। যদিও আমায় প্রোমোতে দেখে অনেকেই কোনও পার্থক্য খুঁজে পাবেন না। তবে আমি চেষ্টা করছি।”

এইটুকু বয়সে মায়ের চরিত্রে অভিনয় করে কি কোনো অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করলে আরত্রিকা বলেন, “না, মায়ের চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যাই হবে না। যদিও আমিও আচমকাই গল্পের এই নতুন টুইস্টের কথা জানতে পেরেছি। তবে খানিকটা ভালই লাগছে কম বয়সে মায়ের চরিত্রে অভিনয় করতে।”

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন কচুপাতা চিংড়ি

Image source-Google

By Torsha