সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতাভরী অভিনীত সিনেমা “ফাটাফাটি” থেকে “জানি অকারণ” গানটি। সুন্দর স্লিম ফিগার থেকে কিভাবে প্লাস সাইজ মডেল হয়ে উঠলেন তিনি সেই কথাই নিজের মুখে জানালেন ঋতাভরী (Ritabhari Chakraborty)। প্রথমে গানে প্রচুর প্রশংসা পাওয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
তারপরে নায়িকা লিখছেন, ‘এই প্রথম একটা ছবিতে অভিনয় করার জন্য আমি বিশাল একটা শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেলাম। এক বছরে আমার একাধিক অস্ত্রোপচার হয়। ৬ মাস বিছানায় শয্যাশায়ী ছিলাম। সেইসময় আমার ৭ কিলো ওজন বেড়ে যায়। সুস্থ হয়ে আমি ওজন কমানোর প্রস্তুতি নিচ্ছিলাম কারণ এমন ২টো চিত্রনাট্য হাতে এসেছিল যার জন্য জরুরি ছিল আবার আগের চেহারায় ফিরে যাওয়া। কিন্তু তারপরেই আমি ‘ফাটাফাটি’ ছবিটার অফার পাই। এরপর সব বদলে গেল। চিত্রনাট্যটা শুনে বুঝলাম, চরিত্রটা সঠিকভাবে ফুটিয়ে তুলতে গেলে আমায় আরও ১৫ থেকে ২০ কিলো ওজন বাড়াতে হবে। যার অর্থ ছিল আমায় অন্যান্য ছবিগুলি ছেড়ে দিতে হবে কারণ আমার আগের চেহারায় ফিরে যাওয়া ছাড়া সেগুলোতে অভিনয় করা সম্ভব নয়।
এমনকি হয়তো আর অভিনয়ের সুযোগই পাব না। কিন্তু কিছু গল্প এমন হয়, যার জন্য কষ্ট সহ্য করতে, কঠিন কাজ করতেও ভাল লাগে। বডি শেমিং বা চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য করার বিরুদ্ধে আমি সবসময় কথা বলে এসেছি। আর এই ছবিটা সেই কথাই আরও বেশি নারী ও পুরুষের কাছে পৌঁছনোর সুযোগ করে দেবে। আমার অস্ত্রোপচারের পর আমি যেন বেশি করে অনুভব করেছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন।’
ঋতাভরী (Ritabhari Chakraborty) আরও লিখছেন, ‘আমার শরীর বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। তবে আমি বিশ্বাস করি আমার শরীর, আমার নিয়ম। এই শরীর, চেহারা এগুলো বইয়ের মলাট। ভিতরের ঋতাভরী, মানুষ ঋতাভরী অপরিবর্তিত রয়েছে, থাকবে। আমায় কেমন দেখতে লাগল তা কখনও আমার পরিচয় হতে পারে না।’
আরো পড়ুন: Swastika – Parambrata : প্রকাশ্যে এলো স্বস্তিকা – পরমব্রতর থ্রিলার ফিল্ম শিবপুর মুক্তির তারিখ!
Image source-Google