সম্প্রতি ইডি (ED) কর্তারা দাবি করেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দু’টি আইফোন সোনার খনির মতো!সেই কথা আবারও প্রমাণ হয়ে গেলো।কারণ এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শান্তনুর চ্যাট উদ্ধার হয়েছে।আর সেই চ্যাট উদ্ধার হয়েছে শান্তনুর ফোন থেকেই।যা দেখে চক্ষু চড়ক গাছ ইডি কর্তাদের।ইডি সূত্রে খবর,প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত ওঠাবসা চলত শান্তনু’র।আর সেই প্রমাণ দিতে শান্তনু একাধিক কৌশল নিয়েছিলেন।তাঁদের সঙ্গে চ্যাটে কথাবার্তার স্ক্রিন শট রেখে দিতেন।

তবে শুধু পার্থ নয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সঙ্গেও একাধিক চ্যাট পাওয়া গিয়েছে শান্তনুর ফোন থেকে।বিশেষ করে প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে বেশি চ্যাট পাওয়া গিয়েছে।কোন চাকরি প্রার্থী কত টাকা দেবে তার তালিকা তৈরি করা হয়েছিল।মেসেজ করে দ্রুত সেই তালিকা পাঠিয়ে দেওয়া হত।দেখা গিয়েছে যে মেসেজ পাঠানো হয়েছে তাতে চাকরি প্রার্থীদের নাম এবং টাকার অঙ্ক লেখা।কুন্তল মেসেজ করতেন শান্তনুকে।শান্তনু সেই মেসেজ আরও উপর মহলে পাঠাতেন।

কথোপকথেনর চ্যাট অনুযায়ী,কুন্তলের সেই মেসেজ শান্তনু ফরোয়ার্ড করেছিল মানিক ভট্টাচার্যকে।তারপরে মেসেজে প্রার্থীদের চাকরির সুপারিশ করেছে শান্তনু।আরো জানা গিয়েছে,শান্তনু’র মোবাইলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো চাকরিপ্রার্থীদের নামের তালিকাও মিলেছে।কোন স্তর থেকে বা কার সুপারিশের মাধ্যমে কোন নাম তালিকায় রাখা হয়েছে,তাও উল্লেখ করা হয়েছে সেই তালিকায়।

 

আরো পড়ুন:North 24 Parganas:রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে উত্তর ২৪ পরগনা জেলার রাস্তায় কংগ্রেস