‘সম্পূর্ন নিয়ম মেনে,মেধার নিরিখে চাকরি হয়েছে’ বরাহনগর পুরসভায় নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ উঠছে,তা কার্যত মঙ্গলবার উড়িয়ে দিলেন পৌরসভার পৌরপ্রধান অপর্না মল্লিক (Aparna Moulik)।সম্প্রতি শান্তনু ঘনিষ্ঠ অয়নের অফিসের নথি ঘেটে বেশ কিছু পুরসভায় বেআইনি করে চাকরি নিয়োগের অভিযোগ উঠেছে।তার মধ্যে বরাহনগর পুরসভার নাম পাওয়া গিয়েছে।এই অভিযোগ সামনে আসার পরই এই নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন পুরপ্রধান অপর্না মল্লিক।
তিনি বলেন,-“এখানে যে চাকরি হয়েছে তা সম্পূর্ণ নিয়ম মেনে হয়েছে।স্বচ্ছতার সঙ্গেই হয়েছে।এবং মেধা তালিকার ভিক্তিতে হয়েছে।এক টাকার বিনিময়েও এখানে চাকরি হয়নি।এমনকী যাঁদের চাকরি হয়েছে তাঁদের কাছ থেকে একটি মিষ্টিও কেউ খায়নি।যে অভিযোগ উঠছে তা সম্পূর্ন মিথ্যা।”তবে এদিন অয়নের সঙ্গে পরিচিতি স্বীকার করেছেন পুরপ্রধান।তিনি বলেছেন,-এক দুবার অয়নশীল এসেছিল বরানগর পৌরসভায়।কাজের সুবাদে অয়নকে চেনেন বলে জানান পুরপ্রধান।উল্লেখ্য,বিগত কিছুমাস ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে।এর মধ্যেই পুরসভার নিয়োগ দুর্নীতির তথ্য পাওয়া যায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলের কাছ থেকে।রাজ্য জুড়ে ৬০টি পুরসভায় প্রায় পাঁচ হাজার নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ ওঠে।
সেই সব পুরসভার মধ্যে ছিল,কামারহাটি পুরসভা, হালিশর পুরসভা, পানিহাটি,উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা।আর তার মধ্যেই পাওয়া গিয়েছিল বরাহনগর পুরসভার নাম।এখন এই দুর্নীতিতে বরাহনগর পুরসভার আদেও জড়িত নাকি?এখন সে তথ্য তো ইডির তদন্তে উঠে আসবে।
আরো পড়ুন:Swarnakamal Dutta: পাখিকে কষ্ট দিয়ে বাস্তবে ভীষণ কষ্ট পান সোনা বউ অর্থাৎ স্বর্ণকমল