আজ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আদালতে পেশ করবে ইডি (ED)। আজই ১৪ দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে অনুব্রতর। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জেল হেফাজতের আবেদন করতে পারে ইডি। অনুব্রতকে জেল হেফাজতের নির্দেশ দিলে তাঁর ঠিকানা হবে তিহাড় জেলে। এদিকে আদালতে পেশের কয়েক ঘণ্টা আগে অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত, দাবি করলেন আইনজীবী।
এদিকে, ইডি হেফাজতে থাকাকালীন সোমবার সামান্য অসুস্থ বোধ করেছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর কাশি হয়েছে, অক্সিজেন (Oxygen)ছাড়া থাকতে পারছেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
একই আবেদন নিয়ে দুই আদালতে মামলা করে এর আগে ভর্ত্সনার মুখে পড়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে ইডির বিরুদ্ধে কলকাতা ও দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন। তাতে দিল্লি হাই কোর্টই (Delhi HC) প্রশ্ন তুলেছিল, কলকাতা হাই কোর্ট (Calcutta HC) যে মামলা শুনছে, তা নিয়ে ফের অন্য আদালতে আবেদন কেন? যার জেরে তৃণমূল নেতাকে জরিমানাও করা হয়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মঙ্গলবার তাঁর জামিনের আবেদন জানানো হবে না। কারণ, দিল্লি হাই কোর্টে ২৩ তারিখ অনুব্রতর জামিন (Bail Petition) মামলার শুনানি।
এদিন সকালে অসুস্থ অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার আগে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যপরীক্ষার জন্য। আদালত যদি ইডির আবেদন মেনে তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়, তাহলে তাঁকে তিহাড় জেলের হাসপাতালে রাখা হতে পারে।
আরো পড়ুন:Kangana Ranaut: নিজের অতীত প্রেম নিয়ে কি বললেন কঙ্গনা?