শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেফতার করল ইডি (ED)। ৩৭ ঘণ্টা জেরার পর অয়ন শীলকে গ্রেফতার করা হয়। গত তিন দিন ধরে তাঁর সল্টলেকের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। সূত্রের খবর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ৫০ কোটি টাকার বেশি লেনদেনের যোগ পাওয়া গিয়েছে অয়ন শীলের সঙ্গে।

সোমবার ভোর রাতে অয়নকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতার করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে। হুগলি জেলার বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরই ইডির স্ক্যানারে আসে অয়নের নাম। তিনি শান্তনুর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে ছিল অয়নের অফিস। শনিবার সেখানেই হানা দেন ইডির অফিসাররা। এর পর দীর্ঘ ৩৭ ঘণ্টা এফডি ব্লকে অয়নের অফিসে চলে তল্লাশি এবং সেই সঙ্গে অয়নকে জিজ্ঞাসাবাদ।

ইডি সূত্রের খবর, অয়নের ফ্ল্যাট থেকে প্রথমে উদ্ধার হয় শিক্ষকের চাকরি প্রার্থীদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড ও বেশ কিছু ডিজিটাল ডকুমেন্ট। এরপর মেলে ৩৫০টি ওএমআর শিট। এরপর দফায়-দফায় জিজ্ঞাসাবাদ শেষে শেষমেশ তাকে গ্রেফতার করে ইডি।

 

আরো পড়ুনSujoy Prasad Chatterjee: নিজের সিগনেচার সাজে ধরা দিয়ে আবারো ট্রোলড হলেন সুজয় প্রসাদ