বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন এগ চিকেন কারি।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ : মাংস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দারুচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, পোস্ত,

সাদা জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, সরষের তেল।

পদ্ধতি : প্রথমে চিকেনের মধ্যে ১ টি ডিম, ১ টেবিল চামচ বেসন স্বাদমতো নুন, ১/২ চামচ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।

এবার একটা ফ্রাইং প্যানে ১ চামচ পোস্ত, ২ টো কাজু, ১ টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ, ২ টো শুকনো লঙ্কা, ১ চামচ জিরে হালকা ভেজে রোস্ট করে নিন।

এবার এই মসলা মিক্সিং জারে কিছুটা জল দিয়ে বেটে নিন। এরপর কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে চিকেনের পিসগুলো হালকা ভেজে তুলে নিন।

কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ১.৫টা পেঁয়াজ বাটা ভালোমত ভেজে নিন।

এবার কড়াইতে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট মিশিয়ে ভালো করে নেড়ে নিন।

এরপর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ২ চামচ ফেটানো টক দই দিয়ে আরও ভালো করে কষিয়ে ২ টো টমেটো কুচি দিয়ে ভেজে রাখা চিকেনের মধ্যে মিশিয়ে নিন।

এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিন। তারপর ভেজে গুঁড়ো করে রাখা মশলার পেস্ট কড়াইতে মিশিয়ে দিন।

এবার পরিমাণমতো জল দিয়ে ১০ মিনিট রান্না হতে দিন। তারপর নামিয়ে নিলেই রেডি অসাধারণ স্বাদের চিকেনের এই রেসিপি।

আরো পড়ুন: Sujoy Prasad Chatterjee: নিজের সিগনেচার সাজে ধরা দিয়ে আবারো ট্রোলড হলেন সুজয় প্রসাদ

Image source-Google

By Torsha