রেশনের (Ration) চাহিদার কথা মাথায় রেখে এবার একজন গ্রাহকও যাতে বঞ্চিত না হন, একজন গ্রাহকও যাতে রেশন দোকান থেকে খাদ্য

সামগ্রী সংগ্রহ করতে ব্যর্থ না হন তার জন্য এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলো।

রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে যাতে কোনরকম কারচুপি না হয় তার জন্য আগেই আধার লিঙ্ক ব্যবস্থা চালু হয়েছে।

আধার লিঙ্ক চালু হওয়ার পর দেখা গিয়েছে বহু রেশন কার্ড বাতিল হয়েছে।

সেই সকল রেশন কার্ডে এতদিন অবৈধভাবে খাদ্য সামগ্রী তোলা হতো। অবৈধভাবে এই খাদ্য সামগ্রী তোলার ফলে যেমন একদিকে সরকারের

লোকসান হত ঠিক সেই রকমই আবার বহু যোগ্য উপভোক্তা নিজেদের প্রাপ্য সামগ্রী থেকে বঞ্চিত হতেন।

এই ধরনের কারচুপি ঠেকানোর জন্য চালু হয়েছে বায়োমেট্রিক। যেখানে উপযুক্ত গ্রাহক আঙ্গুলের ছাপ দিয়ে রেশন তোলার সুযোগ পান।

সমস্যায় পড়তে হয় বয়স্কদের। কারণ শারীরিক অসুস্থতা সহ অন্যান্য বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা সশরীরে রেশন ডিলারের কাছে উপস্থিত হতে পারেন না।

যে কারণে তাদের রেশন (Ration) সামগ্রী তোলার ক্ষেত্রে নানান সমস্যায় ভুগতে হচ্ছিল। এবার এই ধরনের সমস্যা দূর করা হলো রাজ্য সরকারের তরফ

থেকে এবং এখন ওই বয়স্ক ব্যক্তিরা নিশ্চিন্তে নিজেদের খাদ্য সামগ্রী তুলতে পারবেন।

এর জন্য পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে চালু করা হয়েছে নমিনেশন পদ্ধতি। তার জন্য উপভোক্তাকে পূরণ করতে হবে ফর্ম ১৫ (Form 15)।

এই ফর্ম পাওয়া যাবে খাদ্য দফতরের অফিসে অথবা https: //food.wb.gov.in ওয়েবসাইটে।

নিয়ম অনুযায়ী দুজন ব্যক্তিকে মনোনীত করা যেতে পারে। এমনকি

নিজের পরিবারের সদস্য ছাড়াও এলাকার কোন ব্যক্তিকেও মনোনীত করা যেতে পারে।