উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের তরফে ‛দুয়ারে ডাক্তার’ কর্মসূচির পর দেখা মিললো দুয়ারে পুলিশ (Duare Police) কর্মসূচি’র। এই কর্মসূচির নাম দেওয়া হয় ‛আপনার পাড়ায় আপনার থানা’।
রবিবার মধ্যমগ্রাম পৌরসভার ২৮ নং ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়। এয়ারপোর্ট থানার উদ্যোগে থানার আইসি সলীল মন্ডল এবং স্থানীয় কাউন্সিলর অরূপ কুমার ঘোষের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ দিন গ্রীনপার্ক নেতাজি ইউনাইটেড ক্লাবে গ্রীনপার্কের অধিবাসীবৃন্দরা আসেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য, স্থানীয়দের অভাব-অভিযোগ থাকলে তারা যাতে নির্ভয়ে স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের জানাতে পারেন। যদি তাদের অভিযোগ থাকে, সেক্ষেত্রে যদি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠাতে চান তাহলে সেই সুবিধা ‛আপনার পাড়ায় আপনার থানা’ এই কর্মসূচির মাধ্যমে তারা পাবেন। এ দিন অধিবাসীবৃন্দের সঙ্গে পুলিশ আধিকারিকেরা সাবলীল কথোপকথন সারেন।
এর আগেও এই ওয়ার্ডের মাইকেলনগরে এই কর্মসূচি পালিত হয়েছিল। সেবারও উদ্যোগ নেন মধ্যমগ্রাম পৌরসভার ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অরূপ কুমার ঘোষ। দ্বিতীয়বারের জন্য এয়ারপোর্ট থানার উদ্যোগে ফের তিনি এই কর্মসূচি আয়োজনের দায়িত্বভার নিলেন।
এ প্রসঙ্গে কাউন্সিলর অরূপ কুমার ঘোষ জানান, “এয়ারপোর্ট থানা থেকে বিষয়টি আমাকে জানানোর পর, আমি আয়োজন করেছিলাম। মানুষের সুবিধার্থে পুলিশ আধিকারিকরা এখন পাড়ায়, মানুষেরা তাদের অভাব অভিযোগ খুব সহজেই থানাকে জানাতে পারবে।”
থানার আইসি সলীল মন্ডল ও কাউন্সিলর অরূপ কুমার বিশ্বাস ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন ক্লাব সংগঠনের সম্পাদকেরা, ওয়ার্ড কমিটির সচিব এবং একাধিক সমাজকর্মী।
আরো পড়ুন:Sujoy Prasad Chatterjee: নিজের সিগনেচার সাজে ধরা দিয়ে আবারো ট্রোলড হলেন সুজয় প্রসাদ