১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ (Binodini Ekti Narir Upakhyan) ছবির শুটিং। কিন্তু এক মাস যেতে না যেতেই বন্ধ হতে চলেছে সিনেমার শুটিং। শোনা যাচ্ছে টিমের অধিকাংশ লোকই নাকি ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছে আর তার জন্যই এক সপ্তাহ শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোস্যাল মিডিয়ায় রুক্মিণী মৈত্রের সাথে একটি ছবি শেয়ার করে রামকমল (Ram kamal Mukherjee) ক্যাপশনে লেখেন, ‘টিম ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’, দ্রুত সেরে ওঠো! তোমরা প্রত্যেকে যোদ্ধা এবং এটা তোমরা করে দেখাবেই। দুর্ভাগ্যবশত কাস্ট ও ক্রিউ সদস্যদের সিংহভাগ শ্যুটে ভাইরাস আক্রান্ত হয়েছেন। রুক্মিণী মৈত্র সহ আমার পুরো ডিরেক্টোরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট ও হেয়ার-মেকআপ টিম সকলেই একটা ভাইরাল অ্যাটাক ও ধূম জ্বরে ভুগছে। সকলেরই চিকিৎসা চলছে এবং সকলেই সতর্কতা মেনে চলছেন যাতে দ্রুত কাজে ফিরতে পারেন তাঁরা। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দয়া করে আমার টিমের জন্য প্রার্থনা করবেন। হরি গুরু, গুরু হরি।’
আপাতত গোটা টিম কবে সুস্থ হচ্ছে সেই আশাতেই রয়েছে পরিচালক থেকে শুরু করে ছবির অন্যান্য কলাকুশলীরা।
আরো পড়ুন: Higher Secondary Examination:একগুচ্ছ নির্দেশিকার মধ্য দিয়ে শুরু হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা
Image source-Google