ডিএ (DA) নিয়ে ধর্মঘটের সামিল হওয়ায় শিক্ষকদের আজ স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল অভিভাবকদের বিরুদ্ধে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বেতকল্লা মিলনী বিদ্যানিকেতনে গত ১০ই মার্চ ডিএ-সহ একাধিক দাবিতে কর্মক্ষেত্রে ধর্মঘট পালন করেছিল শিক্ষক-শিক্ষিকারা। যার কারণে ওইদিন ছাত্র-ছাত্রীদের সেভাবে পঠন-পাঠন করাতে পারেননি শিক্ষক-শিক্ষিকারা।

আর সেই অভিযোগেই স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা সোমবার সকালে স্কুলের গেট ঘেরাও করে দাঁড়িয়ে থাকে এবং যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা গত ১০ই মার্চ স্কুলে আসেননি তাদের স্কুলে ঢুকতে বাধা দেন। যার জেরে স্কুল শুরুর নির্দিষ্ট সময়ের পরেও বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন শিক্ষক-শিক্ষিকারা।

পড়ুয়াদের অবশ্য ক্লাসে যেতে দেওয়া হয়। শেষপর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের মধ্যস্থতায় সমস্য়া মেটে। স্কুলে ঢুকতে দেওয়া হয় শিক্ষকরা। কিন্তু ততক্ষণে বিকেল গড়িয়ে গিয়েছে।

 

আরো পড়ুন:Sigham 3 : আগামী বছরেই আসছে রোহিত শেট্টির সিংঘাম এগেন! প্রথমবার জুটি বাঁধছেন অজয়-দীপিকা?