উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) জেলার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশের তারালী সীমান্তে উদ্ধার ১২পিস সোনার বিস্কুট। স্থানীয় সূত্রে খবর, লতিফ সর্দার নামে ঐ পাচারকারীকে ভারতীয় সীমান্তের দিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সেই সময়ের ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি মেলায় তার তল্লাশি করা হয়। এরপরই তার কাছ থেকে উদ্ধার হয় ১২পিস সোনার বিস্কুট। যার ওজন ১কিলো ৪০০ গ্রাম। বর্তমানে এর বাজার মূল্য ৮৭ লক্ষ ৯ হাজার টাকা।

ইতিমধ্যেই পাচারকারী লতিফ সরদার ও উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি আটক করে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার ধৃত ওই পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

পাশাপাশি, সীমান্তরক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান, এই সোনার বিস্কুটগুলি থাইল্যান্ড, মায়ানমার ও বাংলাদেশ হয়ে সীমান্ত সুরক্ষার নজর এড়িয়ে ভারতে ঢুকেছে। সেই সাথে এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগাযোগ আছে কিনা, তাও খতিয়ে দেখছে বিএসএফ-সহ পুলিশ আধিকারিকরা।

 

আরো পড়ুন:Meeting: দিল্লীতে বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীদের বৈঠক, থাকছেন মমতাও