SSC কাণ্ডে নয়া মোড়। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হল সুন্দরবন
জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদারের ছেলে সুদীপ হালদারের।
২০১৮ সালে মৌরলতলা স্কুলে গ্রুপ সি পদে কাজে যোগদান করেন সুদীপ। চাকরি যাচ্ছে মন্ত্রী শ্রীকান্ত মাহাতার একমাত্র ভাই খোকন মাহাতোর।
ঝাড়গ্রামের একটি স্কুলে গ্রুপ সি পদে (SSC) কর্মরত ছিলেন খোকন। এই চাকরি যাওয়াদের তালিকায় রয়েছেন এক তৃণমূল কাউন্সিলর।
উল্লেখ্য, শালবনীর বিধায়ক তথা ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোরও চাকরি গিয়েছে হাইকোর্টের নির্দেশে।
বিরোধীদের অভিযোগ, পড়াশোনায় মোটেই ভাল ছিলেন না তিনি।
টেনেটুনে উচ্চ-মাধ্যমিক পাশটুকু করেছেন। মন্ত্রীর হাত ছিল ভাইয়ের মাথায়। সেই কারণেই চাকরি হয়েছে তাঁর।