বকেয়া ডিএ (DA) পরিশোধের দাবিতে অনশনকারীদের কাছে অনশন তোলার আবেদন জানিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শনিবার রাতে রাজভবন থেকে পর পর দু’টি টুইট করা হয়। যে টুইটের মর্মার্থ, আলোচনায় সমস্ত সমস্যার সমাধান সম্ভব।

তাই অনশন তুলে সব পক্ষের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনায় বসা উচিত। এর পরে বকেয়া ডিএ পাওয়ার আশা করছেন কর্মীরা।

এদিন বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কী আলোচনা হল?

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে সরকারি কর্মচারীদের ডিএ-র বিষয়ে জানতে চান রাজ্যপাল।

সিভি আনন্দ বোসের কাছে রাজ্যের অবস্থান ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাতেই ডিএ (DA) আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন রাজ্যপাল।

এদিকে বকেয়া ডিএ-র (DA) দাবিতে আগামীকাল, শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন যৌথমঞ্চ।

স্রেফ বেতন বা ছুটি কাটা নয়, অফিসে না এলে চাকরিতে সার্ভিস রেকর্ডও ব্রেক হবে! পাল্টা নির্দেশিকা জারি করেছে নবান্নও।