বর্তমানে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তার ছোটোবেলা এবং বর্তমান জীবন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাই ছোটোবেলা কিভাবে বসন্ত উৎসব কাটাতেন সেই নিয়ে তাকে প্রশ্ন করা হয়।
সৌমিতৃষা (Soumitrisha Kundu) বলছেন, ‘আমি ছোট থেকেই নাচ শিখতাম। দোলের দিন সকালে প্রভাতফেরির আয়োজন করা হত নাচের ক্লাস থেকে। নাচে গানেই কেটে যেত সকালটা। আর আমি গোপালের ভক্ত। ঠাকুরের পায়ে আবির দিয়েই শুরু হত দোল। তবে বাবা-মা কখনও আমায় দোলের দিন বাড়ির বাইরে বেরতে দিতেন না। এখনও দেন না। ফলে ওই দিনটা আমি বাড়িতেই থাকি। পরিবারের সঙ্গে সময় কাটাই।’
কিছুদিন আগেই বৃন্দাবন থেকে ঘুরে এসেছেন তিনি, তার সাথে ছিল তার পরিবার, সেখানেই নিজের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। কিন্তু তা হোলিতে বৃন্দাবনে থাকতে পারলেন না সেখানে সেটাই তার আফশোস।
সৌমিতৃষা বলছেন, ‘জন্মদিনের দিনটা অনেকেই বাবা-মাকে ভুলে যান। কিন্তু যাঁদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি, তাঁদের কখনও ভুলে যাওয়া উচিত নয়। আমি জন্মদিনটা বৃন্দাবনে কাটিয়েছি মা-বাবার সঙ্গে। কৃষ্ণ নাম করেছি, প্রেম মন্দিরে গিয়েছি। অনেকে বলেন, ঈশ্বর না টানলে, হাজার ধন দৌলত থাকলেও বৃন্দাবনে পা রাখা যায় না। আমি খুব ভাগ্য়বতী যে বৃন্দাবনে জীবনের বিশেষ দিনটা কাটাতে পারলাম।’
আরো পড়ুন: Riddhi Sen: বনিকে ইডির তলবের পর ঋদ্ধি কি বললেন?
Image source-Google