বিরোধী আসনে থাকাকালীন ৭৬টি বনধ ডেকেছে তৃণমূল কংগ্রেস।যাঁরা বনধে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তাঁরা কি করে এই ধর্মঘটের বিরোধিতা করেন।ডিএ আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে শুক্রবার জনসমক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের দুষলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।এদিন সকালে বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।সেখানে তার মুখে বকেয়া ডিএ প্রসঙ্গ উঠে আসে।

তিনি বলেন,-“পেন ডাউনের দিন সেম হুমকি দিয়েছিল।কিন্তু পেন ডাউন হয়েছে।সরকারের কাছের লোকেরাই আজ বিরুদ্ধে চলে যাচ্ছে।এতো ছুটি দেওয়া হচ্ছে।তাই ডিএ পাবে না,এ কোন যুক্তি?তাহলে তো এবার বলবে ঈদ আর পুজোয় এক মাস করে ছুটি দিয়ে দিচ্ছি।মাইনে দেব না।বাকি রাজ্য দিলে আপনাকেও দিতে হবে।”এরপরই দিলীপবাবু বলেন,-“মমতা নিজে আজ পর্যন্ত ৭৬ বার বনধ ডেকেছেন।ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।তিনি আজ বনধ করতে মানা করছেন?তার একথা বলার অধিকার আছে?তাও আমি অনুরোধ করব,এ রাজ্যের প্রশাসনিক অবস্থা অত্যন্ত খারাপ।রাজ্যের মানুষের মুখের দিকে তাকিয়ে,তাদের পরিষেবা থেকে বঞ্চিত না করে আন্দোলন করুন।রাজ্যের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন।কোমরের কাপড় যে সাপ হয়ে যাবে,এটা রাজ্যের মানুষ বুঝতে পারেন নি।তাই প্রায়শ্চিত্ত করা উচিৎ।কিন্তু বনধ না করলেই ভালো হয়।”

এছাড়াও বনি সেনগুপ্তকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে এদিন দিলীপের উক্তি,-“এদিক সেদিক থেকে অনেক লোক নানা সময়ে আমাদের দলে এসেছে।আবার গেছে।এই কালচারটা তৃণমূল কংগ্রেসের।ওরা কি,আজ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।চাকরি নেই।ডিএ নেই।রাস্তাঘাটে টাকা ছড়ানো।রাস্তায় গাড়ি ধরলে টাকা বেরোচ্ছে।বাড়িতে টাকা।অনুব্রত যতদিন এখানে ছিল,অনেকে মুখ খোলেনি।ও দিল্লী যেতেই বহু জায়গা থেকে তার টাকার খবর পাওয়া যাচ্ছে।আরও পাওয়া যাবে।এই দুর্নীতির বিস্তার কল্পনাতীত।”

 

আরো পড়ুন:Priyanka Chopra : বিদেশেই হোলি উৎসব! প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের হোলি পার্টিতে হাজির প্রীতি জিনতাও