বিহারে(Bihar) আরজেডি-র সমস্যা কমার নামই নিচ্ছে না। সম্প্রতি জমির বিনিময়ে চাকরিতে নিয়োগ মামলায় পাটনায় জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে।

একই মামলায় আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকেও দিল্লীতে জেরা করা হয়েছে।

এই ক্ষেত্রে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি আজ (Bihar) পাটনায় আরজেডি-র আরেক প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কড়া নাড়ল।

তথ্য অনুযায়ী, পাটনায় প্রাক্তন বিধায়ক আবু দোজানার বাড়িতে হানা দিয়েছে ইডি।

একই সঙ্গে দিল্লীতে লালুপ্রসাদ যাদবের কন্যাদের এবং গুরুগ্রামে এক নির্মাতার অফিসে অভিযান চলছে।

ইডি সূত্রে খবর, চাকরির জন্য জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচারের মামলায় প্রাক্তন বিধায়ক আবু দোজানার ১৫টি স্থানে অভিযান চলছে।

শুধু তাই নয়, ফুলওয়ারী শরীফে আবু দোজানার বাড়িতেও অভিযান চলছে। এই মামলায় লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারও অভিযুক্ত।

দিল্লীতে লালুপ্রসাদ যাদবের কন্যাদের বাড়িতেও অভিযান চালানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। গুরুগ্রামে এক বেসরকারি নির্মাতার অফিসেও পৌঁছায় ইডি দল।

উল্লেখ্য, প্রাক্তন বিধায়ক আবু দোজানা একটি নির্মাণ সংস্থার মালিক। ইতিমধ্যে আবু দোজানার জায়গায় আইটি টিম ব্যবস্থা নিয়েছে।