শহরের যেসব স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম সেখানের শিক্ষকদের নিকটবর্তী কোনো গ্রামে বদলি আবশ্যিক করতে চলেছে এবার রাজ্য সরকার (State Govt)।মূলত,বর্তমানে ক্রমশ পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বেসরকারি স্কুল গুলিতে।বেশিরভাগ বাচ্চাদের অভিভাবকরাই এখন চাই তাদের ছেলে মেয়েরা ইংরেজি মাধ্যম স্কুলেই পড়ুক।এর ফলে ক্রমশ নেতিয়ে পড়েছে সরকারি স্কুল গুলি।’মিড ডে মিল ‘ সহ একাধিক সুযোগ সুবিধা সরকারি বিদ্যালয় গুলিতে থাকলেও সেখানে পড়ুয়াদের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে।

কারণ হিসেবে অনেকেই বিদ্যালয়ের নিতিয়ে পরা শিক্ষা ব্যাবস্থাকে দায়ী করছেন।ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকায় প্রাইমারি,আপার প্রাইমার,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৮২o৭ টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।সূত্রে খবর স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীর ও শিক্ষকের অনুপাত কমথাকায় এই সিদ্ধান্ত।

কলকাতায়ই রয়েছে ৫৩১ টি স্কুল।এইসব স্কুল থেকে শিক্ষকদের অন্যত্র বদলি করার পরিকল্পনাও রয়েছে সরকারের।শহরের যেসব স্কুলের ছাত্র সংখ্যা অত্যন্ত কম সেখানের শিক্ষকদের আশেপাশের গ্রামের স্কুলের বদলি আবশ্যিক করছে রাজ্য সরকার।

 

আরো পড়ুন:Iman-Shilajit: শিলাজিতের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলল ইমন, কি বললো শিলাজিৎ?