খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে চিকেন ৬৫। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ

১. চিকেন ব্রেস্ট ১টি

২. ময়দা ২ টেবিল চামচ

৩. ডিম ১টি

৪. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

৫. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

৬. আদা বাটা ১ টেবিল চামচ

৭. রসুন বাটা ১ টেবিল চামচ

৮. লেবুর রস ১ চা চামচ

৯. গরম মসলার গুঁড়া ২ চা চামচ

১০. লবণ সামান্য

১১. চিনি সামান্য

১২. টকদই আধা কাপ

১৩. শুকনো মরিচ ২-৩টি

১৪. আস্ত জিরা ১ চা চামচ

১৫. আস্ত সরিষা আধা চা চামচ

১৬. তেল ২ টেবিল চামচ ও

১৭. তেল ভাজার জন্য।

পদ্ধতি

চিকেন ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে। চিকেনের সাথে ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, গোল মরিচ গুড়ো, আদা রসুন বাটা, লেবুর রস, গরম মসলার গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে রেখে দিন আধা ঘণ্টা।

এরপর টকদইয়ের সঙ্গে মরিচের গুঁড়া ও চিনি মিশিয়ে রাখতে হবে। এরপর গরম তেলে চিকেনের পিসগুলো আলাদা আলাদা করে তেলে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলুন।

অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে আস্ত জিরা, সরিষা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে টকদইয়ের মিশ্রণ দিয়ে কষিয়ে নিতে হবে। অল্প সময় কষিয়ে ভাজা চিকেন দিয়ে সামান্য নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন ৬৫।

আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

 

By Torsha