করোনার পর এবার নয়া আতঙ্কের নাম জড়িয়েছে অ্যাডিনো ভাইরাস (Adeno virus)।ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।তালিকায় বাদ নেই বারাসাতে জেলাও।তবে এর বিরুদ্ধে লড়াই করার জন্য সবরকম ভাবে প্রস্তুত বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল।এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালে এখনো অব্দি কোনো শিশু মারা যায়নি!বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বারাসাত গভার্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাডিশনাল মেডিকেল সুপারেনটেনডেন্ট ডাক্তার সুব্রত মণ্ডল।

জানা গিয়েছে,এই হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য ৫টি বিশেষ শয্যার ব্যবস্থা রাখা হয়েছে।এবং রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এলে কোনও রোগীকেই অন্যত্র রেফার করা হচ্ছে না।তবে একান্তে যদি রেফার করতে হয় সেক্ষেত্রে কলকাতা হাসপাতালের কর্তপক্ষের সাথে কথা বলে ফ্রী তে অ্যাম্বুলেন্স দিয়ে তাদের পাঠানো হবে।এবং এক্ষেত্রে রোগীর পরিবারকে কোনো হয়রানি করা হবে না।এদিন এমনটাই জানা গেছে,সুব্রত মণ্ডলের কথাতে।

এদিন তিনি বলেন,-বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বর,কাশি,শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছে এবং তাঁদের মধ্যে ৬ জনকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।আরো যোগ করে বলেন,-অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত সব রোগী বিপদমুক্ত এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।জেলায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু মৃত্যুর খবর শোনা গেলেও বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি,এমনটাই জানান ডক্টর সুব্রত মন্ডল।আরো বলেন,এখানে ভর্তি হওয়া প্রত্যেকেরই যথাযথ চিকিৎসা চলছে,এমনকী তিনি নিজে সকল রোগীর উপর নজরদারি চালাচ্ছেন।ডক্টর সুব্রত মণ্ডলের মতে,-আবহাওয়া পরিবর্তনের সময় এই ধরনের ভাইরাসে সংক্রমণ বাড়ে,বিশেষ করে শিশুরা আক্রান্ত হন।

 

আরো পড়ুন:Nishith: নিশীথ ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের