উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের (Basirhat) হাসনাবাদ (Hasnabad) পুলিশের বড়সড় সাফল্য। সোমবার গাড়ির ভিতরে থাকা স্টিলের ড্রাম থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করল হাসনাবাদ পুলিশ, গ্রেফতার চালক। সীমান্ত-সুন্দরবন এলাকায় যাওয়ার পথে বসিরহাট মহাকুমার হাসনাবাদ ও লেবুখালি রোডের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হল এই বিপুল পরিমান গাঁজা।

চেকিং-এর সময় একটি ১০৭ গাড়ি থেকে প্রায় পাঁচটি স্টিলের ড্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধার করল হাসনাবাদ থানার পুলিশ। এক সঙ্গে এত গাঁজা দেখে তাজ্জব পুলিশও। উদ্ধার হওয়া গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, আমডাঙ্গা আবালসিদ্ধি এলাকা থেকে গাঁজা নিয়ে হিঙ্গলগঞ্জ-এর উদ্দেশ্যে আসছিল ওই গাড়ি। সেই সাথে পাশেই বাংলাদেশ সীমান্ত হওয়ায় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলেও অনুমান পুলিশের। তবে, ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। সেই সাথে এর সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনো যোগসূত্র আছে কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আজ অর্থাৎ মঙ্গলবার ধৃতকে বারাসত জেলা দায়রা আদালতে নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে।

 

Mamata Banerjee:নবান্নে যাওয়ার পথে হঠাত্‍ ভবানীপুর গার্লসে মুখ্যমন্ত্রী