শুরু হয়ে গেল মেঘালয় বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন!তার আগেই এই নিয়ে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন বারাসাতের সাংসদ তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।রবিবাসরীয় দুপুরে মধ্যমগ্রাম কমিউনিটি হলের শিলান্যাসে গিয়ে সাংসদ কাকলি বলেন,-“মানুষের কাছে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য রেখেছি।মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে প্রচারে বহু বার গিয়েছেন।মানুষ ইতিমধ্যেই অন্য দলের থেকে আমাদের দলের পার্থক্য বুঝতে পারছেন।মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম অন্য দলের থেকে অনেক উন্নত।তাই মানুষের ওপর আমাদের সম্পূর্ন ভরসা আছে।”

পাশাপাশি এদিনের শিলান্যাস সম্পর্কে সাংসদ বলেন,-“বহু জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিউনিটি সেন্টার করে তুলেছে।বিশেষ করে পশ্চিমবঙ্গ পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে।এবং ওনার দেখানো পথ অনুসরন করে আমি বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বহু যায়গায় কমিউনিটি সেন্টার করছি।তেমনি আজকে এখানে কাজ শুরু হলো।৩ থেকে ৪ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।এছাড়াও দেগঙাতে চারটি কমিউনিটি সেন্টার হচ্ছে।এছাড়াও আরো অনেক জায়গায় হচ্ছে।”

মূলত,এদিন দুপুরে মধ্যমগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাগরিকদের সুবিধার্থে একটি কমিউনিটি হলের শিলান্যাস হয়।যেটি ৩৬ লক্ষ্য টাকায় অনুমোদন করা হয়।এদিনের এই হলের শিলান্যাসে কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন,- খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ,পৌরপ্রধান নিমাই ঘোষ,উপ-পৌরপ্রধান প্রকাশ রাহা,পৌরপিতা সুভাষ ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা।

আরো পড়ুন:Nabanna:খাদ্যে ভেজাল আটকাতে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে সরকার