বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন বাটার চিকেন।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ

৫০০ গ্রাম মুরগির মাংস (বোনলেস হলে ভালো), ১০০ গ্রাম মাখন, ১টি পাতিলেবুর রস, ১/২ কাপ টক দই, ছোটো এলাচ, ১টি স্টার অ্যানিস, ২-৩টি তেজ পাতা, পুদিনা পাতা ও ধনে পাতা বাটা, আদা ও রসুন বাটা, কাজুবাদাম বাটা ১ চামচ, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ১ টেবিল চামচ ছাতু, গোলমরিচ গুঁড়ো, সামান্য ফুড কালার, পরিমাণমতো ঘি ও তেল, স্বাদমতো নুন, ফ্রেশ ক্রিম, ৩-৪টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ২-৩টি টমেটো কুচি, কয়েক কোয়া গোটা রসুন, ১-২টো শুকনো লঙ্কা, স্বাদ অনুসারে কসৌরি মেথি

পদ্ধতি

১) মুরগির মাংস ভালো করে ধুয়ে তাতে ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, কাজুবাদাম বাটা, টক দই, লেবুর রস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, নুন, ফুড কালার, পাতিলেবুর রস, ছাতু ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন ভালো করে। তারপর দুই ঘণ্টা মতো ফ্রিজে রেখে দিন।

২) এবার মাংসের টুকরোগুলো গ্রিলারে দিয়ে ভালো করে এপিঠ-ওপিঠ গ্রিল করে নিন।

৩) কড়াইয়ে তেল ও মাখন গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, স্টার অ্যানিস ও দারুচিনি দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি, আদা বাটা, কয়েক কোয়া রসুন, কাজুবাদাম বাটা, টমেটো কুচি আর কিছুটা মাখন দিয়ে নাড়াচাড়া করুন কিছুক্ষণ। তারপর পরিমাণমতো জল দিয়ে ঢেকে দিন।

৪) টমেটো গলে গেলে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৫) গ্রেভি থকথকে হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে মশলার মিশ্রণটা পেস্ট করে নিন।

৬) এবার মশলার মিশ্রণটা কড়াইতে ঢেলে ফোটান।

৭) তারপর একে একে সব কাবাবগুলো দিয়ে দিন।

৮) গ্রেভি বেশ গাঢ় হয়ে এলে আরও কিছুটা মাখন আর ফ্রেশ ক্রিম দিন।

৯) কসৌরি মেথি হাতে ঘষে দিয়ে দিন। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করুন। ব্যস, তৈরি হয়ে যাবে বাটার চিকেন!

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু আচারি পমফ্রেট

By Torsha