অনেকদিন ধরে নিজেকে মিডিয়ার লাইমলাইট থেকে দূরে রেখেছিলেন তিনি। তবে এবার স্বাভাবিক ছন্দে ফেরার পালা। খুব শীঘ্রই আসতে চলেছে সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) নতুন ধারাবাহিক। রামপ্রসাদের জীবনী নিয়েই এই ধারাবাহিক শুরু।

সব্যসাচী বলেন, ‘খুব শীঘ্রই রামপ্রসাদ হয়ে আমি পর্দায় আসছি। রামপ্রসাদের কথা অল্প বিস্তর সকলেই জানেন। ১৭১৮ সালে কুমারহট্ট গ্রামে জন্ম গ্রহণ করেন সাধক রামপ্রসাদ সেন। তাঁর জীবনের গোটা যাত্রাপথই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। কেমন ছিলেন রামপ্রসাদ সেন। একাধারে তিনি ছিলেন, সে কথা যেমন সত্য, সেরকমই তিনি সংসারীও ছিলেন। তাঁর স্ত্রী ছিলেন, পুত্র ছিল, পরিবার ছিল, তিনি একদিকে কবি ছিলেন তো অন্যদিকে গীতিকার, সুরকারও ছিলেন, তাঁর গানে মুগ্ধ হতেন সকলেই। তাঁর গানের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি মা কালীকে কীভাবে উপলব্ধি করা যায়। সংসারে থেকেও তিনি যেভাবে মা কালীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন এবং শেষ অবধি খুঁজে পেয়েছেন, সেই যাত্রাই পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা হবে এই ধারাবাহিকে।’

সেই অভিজ্ঞতাই দর্শকদের সঙ্গে শেয়ার করলেন সব্যসাচী (Sabyasachi Chowdhury)। তিনি বলেন, ‘মূলত গল্পটি ১৭০০ সালের মাঝামাঝি সময়ের গল্প। সেকথা মাথায় রেখেই আমরা সেট তৈরি করেছি। ডিসেম্বরের ঠান্ডায় মাঝরাতে শ্যুটিং করতে করতে মনে হয়েছে যে আমি কোথাও দাঁড়িয়ে কয়েকশো বছর পিছিয়ে গেছি। সেইসময় যেভাবে বিয়ের রীতি পালন করা হত সেভাবেই বিয়ের মন্ডপ সাজানো হয়েছে। অনেক রাতেও সবাই প্রবল এনার্জি নিয়ে কাজ করছে, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রপসগুলোও সেই সময়ের। আমি ভাগ্যবান যে বছরের পর বছর এরকম একটা টিম ও চ্যানেলের সঙ্গে কাজ করতে পারছি।’

আরো পড়ুন: Jyotipriyo Mallick:ধান কিনতে পারছে না সমবায়!অভিযোগ শোনা মাত্রই,ফোনেই ব্যবস্থা করার নির্দেশ বনমন্ত্রী জ্যোতিপ্রিয়’র

By Torsha