তৃণমূল সভাপতিকে লক্ষ্য করে বোমা-গুলি কাণ্ডে জগদ্দল থানার পুলিশ আধিকারিকদের হাতে গ্রেফতার হলো আরো তিন জন।অর্থাৎ এই নিয়ে এই কাণ্ডে গ্রেফতার হলো মোট চার জন।পুলিশ সূত্রে খবর,১৯ শে ফেব্রুয়ারি অর্থাৎ রবিবাসরীয় সকালে ভাটপাড়ার (Bhatpara) ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউকে লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ে দুষ্কৃতীরা।ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানা সন্নিহিত ১ নম্বর গলিতে ঘটনাটি ঘটে।

ওদিন সকালে থানার কাছে ১ নম্বর গলি দিয়ে একটি দোকানে দুধ আনতে যাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক কুমার সাউ।গলির শেষ প্রান্তে মাহি ওয়ে রেস্টুরেন্টের কাছে ওকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।তারপর তাকে লক্ষ্য করে গুলি চালায়।সেই ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ ১৯ বছরের অনিল স্বরোজ ওরফে কাজু নামে এক দুষ্কৃতীকে ভাটপাড়া কলাবাগান থেকে আগেই গ্রেফতার করে।

তারপর তল্লাশি চালিয়ে শুক্রবার জহর আলী তরফে ইজাহার,অবিনাশ ভারতী,সুজল প্রসাদ নামের আরো তিন জনকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ।অভিযুক্তকে ব্যারাকপুর মহকুমা আদালতে ইতিমধ্যেই পাঠিয়েছে পুলিশ।এখন এই কাণ্ডে আরো কেও জড়িত নাকি,সেটাই দেখার!

 

আরো পড়ুন:Folk Singer Died:প্রয়াত বিখ্যাত লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর