এ এক অবাক কান্ড! জীবন্ত মানুষকে মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু। এমনকি, এলাকার প্রায় ৪৪ জন ভোটারকে মৃত বলে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনও জমা পড়েছে ব্লক প্রশাসনের কাছে। অন্যদিকে, বুথ লেভেল অফিসার বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ বিষয়টি ভোটারদের জানান। আর এরপরই এলাকার ভোটাররা বিডিওর কাছে স্বশরীরে হাজির হয়ে বিষয়টি বিডিও-কে জানান এবং অবিলম্বে কে বা কারা এই ষড়যন্ত্রটি করেছে তার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই এরকম এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা (Malda) কালিয়াচক ৩ নং ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শ্মশানি এলাকায়।

এলাকার ৭৪ ও ৭৫ নং বুথের ভোটারদের মধ্যে প্রায় ৪৪ জন ভোটার মৃত বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা করা হয়েছে ব্লক প্রশাসনের কাছে। এই কারণে ভোটাররা বিডিও-র দ্বারস্থ হলে, ঘটনার তদন্তের নির্দেশ দেন কলিয়াচকের বিডিও মামুন আক্তার। কে বা কারা অনলাইনে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করেছে, সে বিষয়েও তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে বিডিও-র তরফে। সেই সাথে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই এক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন এবং গুরুত্ব দিয়ে প্রশাসনকে এই বিষয়ে দেখার দাবিও তুলেছেন তাঁরা।ভোটারদের অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা।

শুধু তাই নয়, এলাকার ৫ জন ভোটার, যারা আদতেই মৃত তাদের জীবিত বলে তালিকায় নাম উঠেছে। যা ঘিরেও সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

এ বিষয়ে দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, ‘আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার ভোটাররা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। প্রশাসনকে দায়বদ্ধতা নিতে হবে। ভোটাররা যাতে ভোট দিতে পারে সেই বিষয়ে প্রশাসনকে দেখতে হবে’। অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দ চৌধুরী বলেন, ‘এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেয়। যদি এটা ভুল ত্রুটি হয়ে থাকে এটা লোকাল বিডিওদের দেখার দায়িত্ব। কেন লোকাল বিডিও এই বিষয়ে গুরুত্বপূর্ণভাবে বিষয়টি দেখেননি অবিলম্বে এই বিষয়ে জানা উচিত’।

এহেন ঘটনার শিকার হওয়ায় গ্রামবাসীদের দাবি, যদি এলাকার ভোটাররা ভোট দিতে না পারেন তাহলে সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে আগামী পঞ্চায়েত ভোট বয়কট করবে। এখন এটাই দেখার, ৪৪ জন ব্যক্তি ভোটার কার্ড অনুযায়ী আদৌ মৃত থেকে জীবিত হতে পারেন কিনা।

 

আরো পড়ুন:Hera Pheri 3 : শুরু হলো কাল্ট কমেডি ফিল্ম হেরা ফেরি ৩-এর শুটিং!