হর্ষ লিম্বাচিয়ার সাথে বিশাল মনোমালিন্য ভারতীর। কিন্তু কেনো? ভারতীর বক্তব্য তার ছেলে গোলা আর তার নেই। আধো আধো ভাবে সবে কথা বলতে শিখছে গোলা। আধো আধো ভাবে সে ‘জয় শ্রী কৃষ্ণ’ বলতে পারে। বাবা ডাকতেও তার কোনো অসুবিধা নেই। কিন্তু মা ডাকতেই তার যত সমস্যা। সেই জন্যই তিনি ভেবেছেন ছেলে বাবার কাছেই থাক। তিনি বরং নিয়ে আসবেন অন্য এক সন্তান। পাপারাৎজির কাছে অনুযোগ তাঁর।
সন্তানের জন্মের ১১ দিনের মাথাতেই কাজে ফিরেছিলেন ভারতী, আর তাই নিয়ে চলেছিল বিস্তর সমালোচনা। ভারতী বলেছিলেন, “আমি জানি অনেকেই বলছে এত ছোট বাচ্চাকে ফেলে কীভাবে কাজে চলে এলাম। কিন্তু ওই যে আমি নেগেটিভ কথা শুনতে চাই না।” বাচ্চার দেখভাল প্রসঙ্গে ভারতীর বক্তব্য, “কত মা-ই সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দেন। আমি আশীর্বাদধন্য যে আমার বাচ্চাকে দেখার জন্য আমার গোটা পরিবার রয়েছে। মাঝে মধ্যে মনে হয় ছেলে আমার পার্টি করছে। আমি শুধু চাই সবাই আমাকে ভালবাসুক।”
আরো পড়ুন: Anupam Kher: দ্য কাশ্মীর ফাইলস সম্পর্কে প্রকাশ রাজের বক্তব্য শুনে কি বললেন অনুপম খের?

By Torsha