অনলাইনে হোটেল বুক করতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন এবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।আর সেই ঘটনার তদন্তে নেমে রাজস্থান থেকে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর (Bidhannagar) সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,২০২২ সালের অক্টোবর মাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে বলেন,পরিবার নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে একটি পাঁচতারা হোটেল বুকিং করার চেষ্টা করেন তিনি।সে সময় একটি ফোন আসে তাঁর কাছে।ফোনে বলা হয়,হোটেলের বুকিং সংক্রান্ত তথ্য জানাতেই এই ফোন।সমস্ত বিষয় জানিয়ে বলা হয় টাকা জমা দেওয়ার জন্য।অ্যাকাউন্ট ডিটেইলসও দেওয়া হয়।

অভিযোগ,সেই অ্যাকাউন্টে সোমশুভ্রবাবু ৯২ হাজার টাকা ট্রান্সফারও করেন।তবে কিছুদিন পরে ওই হোটেলে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তাঁর নামে ওই হোটেলে কোনও বুকিং হয়নি।এরপর প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরেই পুলিশের কাছে দ্বারস্থ হন তিনি।অভিযোগ পাওয়ার পরই বিষয়টির তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।তদন্তে নেমে পুলিশ জানতে পারে সংশ্লিষ্ট হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়েছিলেন প্রতারকরা।আর সেই ভুয়ো ওয়েবসাইটের আড়াল থেকে প্রতারণার চক্র চালাচ্ছিলেন তারা।প্রতারকদের দেওয়া অ্যাকাউন্ট ডিটেইলস এর সূত্র ধরেই রাজস্থানের ভরতপুর এলাকায় হানা দেয় পুলিশ।সেখানে হানা দিয়ে মূল অভিযুক্ত প্রেম চাঁদকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়।ধৃতকে শনিবার বিধাননগর আদালতে তোলা হয়।পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে,বা কারা জড়িত রয়েছে,সে বিষয়েও তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

 

আরো পড়ুন:Bidhannagar:বিধাননগরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার