গ্রেফতার (Arrest) সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) ভাই সঞ্জয় সিংহ (Sanjay Singh)। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় ৫ দিন ধরে ২ শ্রমিক সংগঠনের বিবাদ চলছে। সেই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন ২জন। এবার এক সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিংহকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, আজ নোয়াপাড়া থানার সঞ্জয় সিংহকে রাখা হয়েছে। গত কাল তাঁকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় যে গত কয়েক দিন ধরে যে অচলাবস্থা চলছে তাতে তৃণমূলেরই দুই সংগঠনের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে সঞ্জয় সিংহের নাম জড়িয়েছিল বলে খবর। ওই মামলাতেই গত কাল অর্জুনের ভাইকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের অশান্তির জেরে বার বার ওই কারখানায় উত্‍পাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতিতেও বেশ উত্তেজনা রয়েছে।

বিশাল পুলিশবাহিনী নামিয়ে অবস্থা নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। সাংসদ অর্জুন সিংহ একটি প্রতিবাদ সভাও করেন। সব মিলিয়ে চাপানউতোর চলছিলই। তার পর গত কাল রাতে সঞ্জয়ের গ্রেফতারিতে তেতে ওঠে পরিস্থিতি। জগদ্দল থানার সামনে উত্তেজনা তৈরি হয়। আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে সঞ্জয়কে।

 

আরো পড়ুন:Newtown:চিনার পার্ক সোফা গোডাউনে বিধ্বংসী আগুন