সরকারি সুবিধা থেকে বঞ্চিত স্বাস্থ্যকর্মীদের কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ইন্দিরা ভবন (Indira Bhavan)।মূলত, সরকারের কাজ করেও,সরকারের সমস্ত সুযোগ-সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত।এই নিয়ে বলেও কোনো লাভ হয়নি।তাই এবার এই অভিযোগ তুলে সল্টলেকে নগরায়ন দফতরে মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে একটি ডেপুটেশন জমা দিলেন পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের কর্মীরা।
দেখা যায়,বৃহস্পতিবার সকাল থেকেই ৬ দফা দাবি নিয়ে ইন্দিরা ভবনের কাছে জমায়েত হতে শুরু করেন তাঁরা।এরপরই তারা ডেপুটেশন কর্মসূচি পালন করার পাশাপাশি ইন্দিরা ভবনের কাছে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করে।এদিকে তাদের এই বিক্ষোভ কর্মসূচির কথা আগেই জানতে পেরেছিল পুলিশ।তাই যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে।তাই বেশ তৎপর ছিল বিধাননগর থানার পুলিশ।
এদিন আন্দোলনকারীরা দাবি করেন,-পুর স্বাস্থ্যকর্মীদের অবসরের সময়সীমা ৬৫ বছর ও অবসরকালীন ভাতা ৫ লক্ষ টাকা করতে হবে।পুর স্বাস্থ্য কর্মীদের সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে।পেনশন পিএফ গ্রাচুইটি চালু করতে হবে।রুরাল আশা ও আরবান আসাদের একই সঙ্গে সমস্ত সরকারি অর্ডার দিতে হবে।কোন ইনসেনটিভ নয় ফিক্সড বেতন ভাতা বৃদ্ধি করতে হবে।কর্মরত অবস্থায় কোন কর্মীর মৃত্যু হলে মৃত্যুজনিত আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে কাজ দিতে হবে।পুর স্বাস্থ্য কর্মীদের ন্যূনতম বেতন ২১ হাজার টাকা দিতে হবে।
আরো পড়ুন:Madhyamgram:পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হলো মধ্যমগ্রামে