বুধবার সিপিআইএম (CPIM) কর্মীদের বিক্ষোভ মিছিল ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বারাসাত।এদিন বারাসাত জেলার নীলগঞ্জ পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে তারা জড়ো হয় ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েত অফিসের সামনে।যেখানে স্বচ্ছ আবাস তালিকা সহ একাধিক দাবি নিয়ে তারা গর্জে ওঠে।পাশাপাশি এইসব দাবি নিয়ে সিপিআইএমের এক প্রতিনিধি দল ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েত প্রধান নরেন্দ্রনাথ দত্তের কাছে একটি ডেপুটেশন জমা দেন।
ডেপুটেশন কর্মসূচি পালন করার পর সিপিআইএমের এক কর্মী বলেন,-তৃণমূল দল হল দুর্নীতির আখড়া।আর আমাদের সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই।আবাস যোজনার ঘর নেই,জব কার্ড নেই, ১০০ দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না। এই দল একটা লুটেরাদের আড্ডা।আমরা এর বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে এসেছি।তাদের মতে, জনগণ পঞ্চায়েত ভোটে বুঝিয়ে দেবে।কারণ লুটেরাদের পঞ্চায়েত ভোট থেকে তারা টেনে বার করে দেবে।এদিকে এই পুরো বিষয়টাকে পঞ্চায়েত ভোটকে উত্তপ্ত করার জন্য করা হচ্ছে বলে দাবি করেন ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েত প্রধান নরেন্দ্রনাথ বাবু।
তিনি বলেন,-যাদের কোন খেয়েদেয়ে কাজ থাকেনা সেরকম একটি দল হল সিপিএম।প্রধানের মতে,-সামনে নির্বাচন।তাই মানুষের কাছে এইসব অভিযোগ তুলে গ্রহণ যোগ্যতা পাওয়ার চেষ্টা করছে এই দল।এবং এইসব করে কিছু লাভ হবে না বলেই জানান তিনি।সর্বশেষ বলেন,-এই পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে।কারা আবাস যোজনার ঘর পায়নি,সেই তালিকা দিতে বলা হয়েছে।কিন্তু সিপিআইএম এসব কিছু দেখাতে পারেনি।এখন এই ঘটনা পঞ্চায়েত ভোটের আগে কোন দিকে মোড় নেই সেদিকেই চোখ বিশিষ্টজনদের।
আরো পড়ুন:Fatafati: প্রকাশিত হলো আদরে ভালোবাসায় মোড়ানো “ফাটাফাটি”র ছবি