হটাৎ শকুনের মতো ডানা ঝাপটা দিয়ে উঠেছে সিপিআইএম!সোমবার বারাসাতে এক সভার মাধ্যমে এমনই কথা বলেন বারাসাতের সাংসদ তথা মহিলা সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।মূলত,শুক্রবার বারাসাত দু নম্বর ব্লকের কলুপারায় সিপিআইএমের একটি পথসভা ছিল।যেটি লন্ডভন্ড করার অভিযোগ তুলেছিল তারা তৃণমূলের বিরুদ্ধে।এদিন তারই পাল্টা সভা করা হয় তৃণমূল দলের পক্ষ থেকে।যেখানে কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ,বারাসাত পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইফতিকার উদ্দীন সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

এদিনের এই সভা থেকেই সিপিআইএমকে তীব্র বাক্যে একাধিকবার আক্রমণ করেন সাংসদ কাকলি।মনে করিয়ে দেন ৩৪ বছর ধরে তারা বাংলায় কিভাবে দুর্নীতি চালিয়েছিল।আর তাদের সেই দুর্নীতিতে কিভাবে মানুষ ভয়ে জুজু হয়ে থাকতো।সাংসদ এদিন বলেন,-হটাৎ শকুনের মতো ডানা ঝাপটা দিয়ে উঠেছে সিপিআইএম।যারা এককালে বাংলার বুকে রক্ত দিয়ে হোলি খেলেছিল।আরো বলেন,-অসত্য ভাষণ মানুষ বিশ্বাস করে না।এবং পশ্চিম বাংলার যে শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত।সেটা না করে ভারতীয় জনতা পার্টির উস্কানিতে যে যে দল অশান্ত করার চেষ্টা করছে বাংলাকে।তাদেরকে ধিক্কার জানায়।

এরপরই একযোগে সিপিআইএম এবং বিজেপি দলকে আক্রমণ করে বলেন,-ক্রমাগত বাংলা ভাগ করার চেষ্ঠা করছে জনতা পার্টি।এবং ভোট লুট করার চেষ্টা করছে সিপিআইএম।বাজেটের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি মানুষকে অর্ধেক মেরে দিয়েছে।তার ওপর জি এস টি।তাই এটাই আমি বলবো বাংলার মানুষকে এইভাবে বোকা বানানো যাবে না।বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।

 

আরো পড়ুন:Abhijit Ganguly:বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ!ডিভিশন বেঞ্চে চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীরা