আবারো কাকভোরে জ্বলে উঠলো নিউটাউন (Newtown)।শনিবার মধ্যরাতে নিউটাউন এলাকার শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে একের পর এক দোকানে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।আর সেই আগুনের দাপটে ভস্মীভূত হয়ে যায় ১৫ টি দোকান।এমনকি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িও পুড়ে যায়।আর এমন ভয়াবহ ঘটনায় এদিন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।এদিকে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের ৩টি ইঞ্জিন।বেশ কিছু দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় তা ফাটতে শুরু করে।আগুনও বাড়তে থাকে।ফলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও দু’টি ইঞ্জিন।এরপর টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

এই ঘটনা প্রসঙ্গে এদিন প্রত্যক্ষদর্শীরা জানান,-প্রথমে দুটি দোকান জ্বলতে শুরু করে।তারপরে দমকলকে খবর দেওয়া হয়।কিন্তু দমকল এসে পৌঁছনোর আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতে।

এদিকে ১৫টি দোকানে আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।দমকল সূত্রে খবর,নিউটাউনে ওইসব দোকানগুলির উপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার গিয়েছে।একটি হাইটেনশন তার ছিঁড়ে দোকানের উপর পড়ে যাওয়ায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।তবে এদিন দমকল বাহিনীর পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ বাহিনীও।

 

আরো পড়ুন:Narayan Goswami:তৃণমূলের উন্নয়নের গান বিধায়কের কণ্ঠে