বইপ্রেমীদের বইয়ের প্রতি আরো আগ্রহ বাড়াতে ইতিমধ্যেই রমরমিয়ে চলছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসব।তবে বৃহস্পতিবার চিত্রটা ছিল একটু অন্যরকম।কারণ সেখানে উপস্থিত হয়েছিলেন,-বর্তমানে সবচেয়ে চর্চিত এবং প্রশংসনীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।পৌনে সাতটা নাগাদ এদিন বইমেলায় আসেন তিনি।

এদিন দেখা যায়,বইমেলা প্রাঙ্গণের সব কটি স্টল ঘুরে দেখেন বিচারপতি।পাশাপাশি কেনেন বইও।সাথে বই কেনার প্রতি আরো বেশি আগ্রহ জন্মানোর কথা বলেন তিনি।এছাড়াও ইচ্ছা প্রকাশ করেন ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বই’ কেনার।এবং জনসাধারণের উদ্দেশ্যে বিচারপতি বলেন,-বাংলায় বই পড়ায় মানুষদের মধ্যে উৎসাহ বাড়াতে হবে।বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আরো বেশি করে বই কেনার আহ্বান জানানোর বার্তা দেব তিনি।এর সাথে এদিন ইচ্ছা প্রকাশ করেন বিচারপতি আগামী দিনে বই লেখার।যেখানে নিজের জীবনে রায়ের সিদ্ধান্তের বেশ কিছু কথাও তুলে ধরবেন বলেও জানান তিনি।

এদিকে আবার এদিন বইমেলায় বঞ্চিত চাকরি প্রার্থীরা বিচারপতিকে দেখা মাত্র কেউ কেউ মুখ বাড়িয়ে,হাত বাড়িয়ে বলেন ”স্যার আমি ২০১৭র চাকরিপ্রার্থী।” কেউ আবার বললেন ”আমি ২০১৪ এর চাকরি প্রার্থী।” ”দেখবেন স্যার যদি চাকরিটা হয়।”হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁদেরকে উত্তরে বললেন, ”ভাল থাকবেন।”

তবে এদিন সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে শিক্ষায় দুর্নীতি নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি বিচারপতি।চাকরি যাচ্ছে সবার নতুন করে কি চাকরি হবে?এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, বিচারপতি অপেক্ষা করার কথা বলেন।এদিন আরো বলেন,-ভারতবর্ষে বেকার সমস্যা আজকের নয়,বহু দিনের।

 

আরো পড়ুন:Firhad Hakim:মন্ত্রী ফিরহাদের হাত ধরে নিউটাউনে চালু হল দেশের প্রথম দোতলা আন্ডারপাস