রবিবাসরীয় সকালে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) হাত ধরে রক্ত দানের মাধ্যমে মেল বন্ধন ঘটল এপার-ওপার বাংলার।দেখা যায় এদিন বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রখ্যাত চিকিৎসক ডাঃ সুমিত কুমার সাহার উদ্যোগে এবং অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসি়েশনের পরিচালনায় রক্তের বন্ধনে এক সচেতনতা যাত্রার আয়োজন করা হয়েছিল।যেটি মহা সাড়ম্বরে সূচনা করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।আর এদিনের এই সচেতনতা যাত্রাতে অংশ নেওয়া শতাধিক বাইক রেলি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছাবে বলে জানা যায়।

মন্ত্রী ছাড়াও এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী,পুরসভার পুরপ্রধান অশনি মুখার্জি,পৌরপ্রধান পম্পি মুখার্জি,সমীর তালুকদার,সংগঠনের অন্যতম উদ্যোক্তা দিলীপ মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা।এই অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রী এদিন বলেন,-এই সচেতনতা অনুষ্ঠানটি ৭ দিন ধরে চলবে।রক্তদান মহৎ দান।সেই মহৎ কাজে এবার সামিল হলো এপার ওপার বাংলা।আজকের রেলির মূল উদ্দেশ্যই হলো থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে হবে।এই অনুষ্ঠানে আমি যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে।

সম্প্রতি ‘ঠাকুর’দের সঙ্গে বাকি নাগরিকদের বিভেদ তৈরি করা হচ্ছে অভিযোগ আনতে গিয়ে,শান্তনু ঠাকুরকে উদাহরণ স্বরূপ তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এবং এর জন্য সিএএ চালু করার হুংকার দেন তিনি।এদিন সেই প্রসঙ্গও উঠে আসে খাদ্যমন্ত্রীর বক্তব্যে।তিনি বলেন,-শুভেন্দু কি নাগরিক নয় ভারতবর্ষের?এটাই হয়তো তিনি বোঝাতে চাইছেন।একসঙ্গে শান্তনুকে উদ্দেশ্য করে বলেন,-শান্তনু তো এখানের সাংসদ।যদি ভারতবর্ষের নাগরিক না হতে পারো,তাহলে কি করে পার্লামেন্টে গেলো?এরপরই যোগ করেন,-অনেকে অনেক কথাই বলেছে,কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিম বাংলায় সিএএ চালু করতে দেবে না।

 

আরো পড়ুন:ED:কুন্তলের বিনোদন ব্যবসায় শান্তনুর যোগ!দাবি ইডির