উন্নয়নের ধারা বজায় রাখতে এবারও জয় মুখ্যমন্ত্রীর হবে।রবিবার বারাসাতে এক প্রতিবাদ সভার মাধ্যমে এমনই কথা বলেন বারাসাতের সাংসদ তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।এদিন বারাসাতের কদম্বগাছি অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা এবং জনবিরোধী নীতি কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।যেখানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ,দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি,জেলার কৃষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি মাফিজুল রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

সভার মাধ্যমে সাংসদ কাকলি এদিন বলেন,-একসময় বাংলা ধ্বংসের মুখে পড়েছিল।সেখান থেকে লড়াই করে বাংলাকে উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দিয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সিপিআইএমের আমলে ৬ টা মেডিকেল কলেজ ছিল।এবং ৭০০ ডাক্তার বেরত বছরে।সেখানে এখন ২৭ টি মেডিকেল কলেজ।এবং বছরে হাজার হাজার ডাক্তার বেরোয়।আমাদের দিদি সেতুর মধ্যে আমাদের দলের কর্মীদের একছত্রে রেখেছে।এদিকে বিজেপির কোনো কর্মী নেই,আর তাই সেতু নেই।সেই জন্য তো তাদের এত হিংসা।

আরো বলেন,- সিপিআইএম,কংগ্রেস,আইএসএফ একসঙ্গে জোট বেঁধেছে বর্তমানে বিজেপিকে জিতিয়ে,তৃণমূলের ভোট কাঁটার লড়ায়ে।তবে তারা ব্যর্থ হবে।মানুষ সব জানে।মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে লাভ নেই।পাশাপাশি কেন্দ্র সরকারের লাগাতার দ্রব্য মুল্য বৃদ্ধি নিয়েও এদিন সুর চড়ান সাংসদ কাকলি।

 

আরো পড়ুন:Siddharth-Kiara Wedding: কেমন ব্যবস্থা থাকছে সিড ও কিয়ারার বিয়েতে? দেখে নিন এক নজরে