শুক্রবার সাড়ম্বরে বিদ্যাধরি ড্রেনেজ ডিভিশনের বারাসাত ভুক্ত দ্বারা বিদ্যাধরী নোনা গাঙ সংলগ্ন খালের সংস্কারের সূচনা হলো।জানা গিয়েছে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর (Narayan Goswami) ঐকান্তিক প্রচেষ্টায় এবং সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিকের সহযোগিতায় এই সংস্কারের কাজ শুরু হয় এদিন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী,অশোকনগর পুরসভার পুরোপ্রধান প্রবোধ সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা।প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করে এই খাল সংস্করণ করা হবে।

এই অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক প্রথমেই জানান,এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়,এবং পার্থ ভৌমিককে ধন্যবাদ জানাই।এই কাজটা করার মেয়াদ আছে ছয় মাস।কিন্তু আমরা জুনের মধ্যে এটা করতে বলেছি।যাতে অশোকনগর কল্যাণগর সহ হাবড়া দু নম্বর ব্লকের মানুষ এই সুবিধা পেতে পারে খুব তাড়াতাড়ি।আরো জানিয়েছেন,মন্ত্রী পার্থ ভৌমিক তিনি বর্তমানে অসুস্থ।সুস্থ হলে,কাজ কেমন চলছে সেটি তিনি সরজমিনে পরিদর্শন করতে আসবেন।

সম্প্রতি অভিযোগ উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজের গুরুদের অপমান করেছেন।এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন বিধায়ক বলেন,-অহেতুক মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করা হচ্ছে।ভুলবশত তিনি কথাটি বলে ফেলেছেন।সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ থেকেও এমন শব্দ বেরিয়েছিল।মুখ্যমন্ত্রী বরাবরই পিছিয়ে পড়া মানুষ,মতুয়া,নমঃশূদ্র সহ যারা পিছিয়ে থাকা জাতি,অর্থাৎ সবার জন্য যথেষ্ট উন্নয়ন করেছেন এবং করবেন।তাই মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজনীতি করে, মতুয়া সমাজকে বিভ্রান্ত করে লাভ নেই।মানুষ সব জানে।এরপরই বিরোধীদের হুংকার দিয়ে বিধায়ক আরো বলেন,- মানুষের সাথে অনেক অত্যাচার,চক্রান্ত হয়েছে।মানুষ তার বিরুদ্ধে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে আরো গর্জে উঠবে।

 

আরো পড়ুন:Babul Supriyo:রামপুরহাটে দুর্ঘটনায় বাবুল সুপ্রিয়র কনভয়!আহত একাধিক