বুধবার সকালে ফের উত্তাল হয়ে উঠে অফিস পাড়া।দেখা যায়,এদিন বকেয়া ডিএ’র (DA) দাবি নিয়ে বিকাশ ভবনে সরকারি কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন।পাশাপাশি অন্যান্য সরকারি কর্মীদের তাদের ন্যায্য দাবিতে অংশীদার হওয়ার জন্য আবেদন জানান।মূলত,বর্তমানে বকেয়া ডিএ-র দাবিতে জোট বেঁধেছে ২৮ সংগঠন।২৮ টি সরকারি কর্মচারীদের সংগঠনের ডাকে যৌথভাবে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে।এদিন সল্টলেকের বিকাশ ভবনে সরকারি কর্মচারীরা বিরতির সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন সরকারি কর্মীরা।

আন্দোলনকারীদের বক্তব্য,- ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের ওপর বঞ্চনা হচ্ছে।এমন প্রতারক সরকার কোনো রাজ্যে দেখিনি।হাইকোর্টের রায়ে বলা হয়েছে ডিএ অবিচ্ছেদ্য অঙ্গ।ডিএ কে বাদ দিয়ে বেতন হয়না।সে ডিএ না দেওয়ার জন্য সরকার আমাদের ঘোরাচ্ছে।তার জন্য আমাদের এই আন্দোলন।

এই প্রসঙ্গে এদিন আন্দোলনকারীদের পক্ষ থেকে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল বলেন,-“সরকার দীর্ঘদিন ধরে ডিএ আটকে রেখেছে।আশা করছি মার্চ মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে রায় দেবে এবং সরকার ডিএ দিতে বাধ্য হবে।”

 

আরো পড়ুন:Budget 2023:সিগারেটের উপর অন্তঃশুল্ক বাড়ালেন নির্মলা