যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে টেট পরীক্ষা ওএমআর শিট (OMR Sheet Scam) উদ্ধার হওয়ার পর থেকেই এক নতুন মাত্রা পেয়েছে নিয়োগ-দুর্নীতি। বারবার প্রশ্ন উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে।এবার এই নিয়েই এবার সাংবাদিক বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Primary Board President Gautam Pal)। দাবি করলেন, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া হয়েছিল, তার পরবর্তী দুর্নীতিতে পর্ষদের কোনও ভূমিকা নেই।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আশ্বাস দিয়ে বলেন, “বিভ্রান্ত হবেন না। ২০২২ সালের টেট পরীক্ষার ওএমআর শীট সুরক্ষিত রয়েছে। সময়মতো ফল প্রকাশ করা হবে। আদালত জানি এবারের পরীক্ষা কতটা সুরক্ষিতভাবে নেওয়া হয়েছিল। এছাড়াও বর্তমানে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াও যে কতটা নিরাপত্তার মধ্য দিয়ে চলছে সেই বিষয়েও আদালত অবগত রয়েছেন”।
সোমবার সাংবাদিক বৈঠকে গৌতম পাল বলেন, ‘আমরা পরীক্ষার্থীদের পরীক্ষার্থীর কপি দিয়ে দিয়েছি। হাইকোর্ট নিশ্চয় জানতে চাইতে পারে, আমরা জানাবও। কিন্তু এখানে কি পর্ষদের কোনও ভূমিকা থাকে? আমার উদ্দেশ্য হল ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের কাছে এই বার্তা দেওয়া, যে পরীক্ষা যা হয়েছে তার মধ্যে স্বচ্ছতা রয়েছে। সেই জন্যই এই সাংবাদিক বৈঠক ডেকেছি। সরকার, শিক্ষা বিভাগ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে টেট ২০২২-এর ফল প্রকাশ করবে। ২০১৪, ২০১৭ এর টেট পরীক্ষার রেজাল্টও স্বচ্ছ্বতার সঙ্গে প্রকাশিত হবে।’
সাংবাদিক বৈঠকে সভাপতি গৌতম পাল ‘পর্ষদের ভূমিকা নেই’ বলে দায় এড়িয়ে গেলেও, এদিন আদালতে অবশ্য এই বিষয়ে নিজেদের যুক্তি সাজিয়েছে পর্ষদ। পর্ষদের তরফে আদালতে এদিন বলা হয়, ‘আমরা বিস্মিত। নিরাপত্তা নিশ্চিত করার এত চেষ্টা করার পরেও এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে। কুন্তল ঘোষের কাছ থেকে ১৮৯টি ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গেছে। আমরা সেই সব শিটের কপি পরীক্ষার্থীদের দিয়েছি। কারণ, যখন ফলাফল বেরোবে তখন যেন প্রার্থীরা উত্তর যাচাই করতে পারেন। আমাদের তরফ থেকে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।’
আরো পড়ুন:ED:খোঁজ মিলল গোপালের!নিজেই ফোন করলেন ইডি দফতরে