আমডাঙার করুনাময়ী কালী মন্দির (Amdanga Karunamoyee Kali Mandir) ঢেলে সাজতে উদ্যোগী হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।আমডাঙাবাসী সূত্রে জানা গিয়েছে,বিগত কয়েকমাস আগে এই মন্দির পরিদর্শন করতে এসেছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।এরপরই রথীন ঘোষ কয়েক লক্ষ টাকা ব‍্যয় করে আলোর স্তম্ভ বসায় এই মন্দির প্রাঙ্গণের সামনে।পাশাপাশি মন্দির সংস্কারের জন্য খাদ্যমন্ত্রী রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে।এবং তার কয়েকদিনের মধ্যে শুরু হলো মন্দির সংস্কারের কাজ।

উল্লেখ্য,প্রায় ৫০০ বছরের পুরনো আমডাঙার করুনাময়ী মায়ের মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস ও আবেগ।অথচ,এতদিনেও মন্দিরের পরিকাঠামোর উন্নয়ন গড়ে ওঠেনি বললেই চলে।মন্দিরের সামনের রাস্তা এখনও কাঁচা!নেই পর্যাপ্ত পানীয় জল কিংবা পুণ্যার্থীদের জন্য সুনির্দিষ্ট বসার জায়গাও।ফলে,পুজো দিতে এসে সমস্যার মুখে পড়তে হতো পুণ্যার্থীদের।আর এই নিয়ে ক্ষোভ জমছিল এলাকাবাসীদের মধ্যেও।অবশেষে খাদ্যমন্ত্রীর তৎপরতায় এবং রাজ্য সরকারের উদ্যোগে এই মন্দিরের সংস্কারের কাজ শুরু হতেই কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসীরা।

এই প্রসঙ্গে এদিন খাদ্যমন্ত্রী জানান,-আমডাঙার করুনাময়ী মায়ের মন্দিরের সুনাম সর্বত্র রয়েছে।ইতিমধ্যেই মন্দির সংস্কার করতে ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।সেই টাকায় সেজে উঠবে মন্দিরের চারপাশ।রাস্তা,পানীয় জল,পুণ্যার্থীদের বসার জায়গা থেকে শুরু করে মন্দিরের চারদিকে বাউন্ডারি দেওয়া হবে।সবকিছুই বরাদ্দকৃত হবে এই টাকায়।

অন্যদিকে এই প্রসঙ্গে মন্দির কমিটির সম্পাদক অমলচন্দ্র ঘোষ বলেন,”আমাদের এই মন্দির কয়েক মাস আগেই খাদ্যমন্ত্রী পরিদর্শন করতে গিয়েছিলেন।এবং তার কয়েক দিনের মাথায় খাদ্যমন্ত্রী তৎপরতায় মন্দির সংস্কারের কাজ শুরু হল।”আরো বলেন,-“ঐতিহ্যবাহী এই মন্দির সংস্কারের কাজ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।এর জন্য আমডাঙাবাসী এবং মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আমরা রাজ্য সরকারের উদ্যোগকে কৃতজ্ঞতা জানাই।মন্দির কমিটি সরকারকে সবরকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত।”

 

আরো পড়ুন:TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা